Advertisement
Advertisement

Breaking News

Murder

ফের শ্রদ্ধাকাণ্ডের ছায়া দিল্লিতে! ফ্লাইওভারের পাশে ছড়িয়ে ছিটিয়ে মহিলার খণ্ড খণ্ড দেহাংশ

পুলিশ তদন্ত শুরু করেছে।

Chopped body parts of a woman were found near east Delhi flyover। Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Biswadip Dey
  • Posted:July 12, 2023 10:58 am
  • Updated:July 12, 2023 10:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রদ্ধা ওয়ালকারকে (Shraddha Walkar) খুনের নৃশংসতায় চমকে গিয়েছিল গোটা দেশ। এবার ফের দিল্লিতে (Delhi) শ্রদ্ধা কাণ্ডের ছায়া। পূর্ব দিল্লির গীতা কলোনির কাছে একটি ফ্লাইওভারের পাশে মিলল এক মহিলার খণ্ডিত দেহাংশ। পুলিশ তদন্ত শুরু করেছে।

বুধবার সকালে ৯টা ১৫ মিনিট নাগাদ পুলিশের কাছে খবর আসে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশ। দেখা যায় ফ্লাইওভারের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোনও মহিলার বিভিন্ন দেহাংশ। নৃশংস এই দৃশ্য দেখে শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। তবে এখনও এই ঘটনায় বিস্তারিত কোনও তথ্য পুলিশের হাতে আসেনি বলেই জানা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: বহু বুথে বাতিল তৃণমূলের ভোট, নেপথ্য সরকারি কর্মীদের কারসাজি? উঠছে প্রশ্ন]

গত বছর শ্রদ্ধা হত্যাকাণ্ডে (Delhi Murder) আতঙ্ক ছড়িয়েছিল দেশজুড়ে। শ্রদ্ধাকে গলা টিপে খুন করেছিলেন বলে অভিযোগ উঠেছিল তাঁরই লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালার বিরুদ্ধে। প্রেমিকার দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিলেন তিনি। আরও অভিযোগ, ১৮ দিন ধরে আশপাশের জঙ্গলে ফেলে এসেছিলেন দেহাংশগুলি। গ্রেপ্তারির পর পুলিশকে জঙ্গলে নিয়ে গিয়েছিল আফতাবকে। সেখান থেকে উদ্ধার হয়েছিল দেহাংশ। যা শ্রদ্ধারই স্পষ্ট হয় ফরেনসিক রিপোর্টে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রদ্ধার বাবার ডিএনএ-র নমুনা সংগ্রহ করে তার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছিল জঙ্গল থেকে উদ্ধার হওয়া হাড়গোড়গুলিকে।

[আরও পড়ুন: কয়লা পাচার মামলায় ফের মলয় ঘটককে তলব ইডি’র, দিল্লি যাবেন মন্ত্রী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement