Advertisement
Advertisement

Breaking News

জল্পনায় ইতি, আম্মার পর দলের দায়িত্ব নিচ্ছেন শশীকলা

এআইএডিএমকে’র তরফ থেকে এই কথা জানানো হয়েছে৷

Chinnamma Sasikala will head party, to be next general secretary
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 4:19 pm
  • Updated:December 15, 2016 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের যোগ্য নেত্রী হিসাবে আম্মা চিনতেন দলের সব কর্মীদের৷ আম্মার ছায়াসঙ্গী চিনাম্মা শশীকলাও ঠিক আম্মার মতো করেই দলের সদস্যদের আপন করে নিয়েছিলেন৷ তাই আম্মার পর এবার শশীকলাই দলের দায়িত্বভার নেবেন৷ এআইএডিএমকে’র তরফ থেকে বৃহস্পতিবার এই কথা জানানো হয়েছে৷

এআইডিএমকে’র মুখপাত্র সি পন্নাইয়ান এক বিবৃতিতে এই কথা জানান৷ বিবৃতিতে তিনি জানিয়েছেন, “এটা স্পষ্ট চিনাম্মা এআইডিএমকে’র পরবর্তী সাধারণ সম্পাদকের পদে যোগ দেবেন৷” শুধু তাই নয়, দলের অন্যান্য সাংসদরাও দায়িত্বভার গ্রহণের পর শশীকলার পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন৷

Advertisement

দলের সদস্যদের পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পন্নিরসেলভমও শশিকলাকেই দলনেত্রী হিসাবে দেখতে চান৷ সম্প্রতি তিনি এক বিবৃতিই জানিয়েছেন, “আম্মার মতো চিনাম্মাও দলের সব সদস্যদের চেনেন৷ আম্মার পর দলের সদস্য এবং কর্মীদের মধ্যে একতা বজায় রাখতে এবং দলকে এগিয়ে নিয়ে যেতে একমাত্র তিনিই পারবেন৷ দলের সেনাদের নেতৃত্ব দেওয়ার জন্য তাই আম্মার পর চিনাম্মারই দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়া উচিত৷” বর্তমান পরিস্থিতিতে দলের হাল ধরতে আম্মার পর চিনাম্মাকেই চাইছেন দলের সকলে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement