সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেবল প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেই ভারতে প্রবেশ করছে না চিনা সেনা৷ সীমান্ত অতিক্রম করে রাজধানীর অন্দরে তারা বীজ বপন করেছে গুপ্তচরবৃত্তির৷ এই অভিযোগেই ৩৯ বছরের এক চিনা নাগরিককে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ৷ ধৃতের নাম তাসাও লুঙ্গ৷ ধৃতের কাছ থেকে ভারতের জাল পাসপোর্ট, জাল আধার কার্ড ও ভোটার কার্ড উদ্ধার করেছে বলে সূত্রের খবর৷
[পাকিস্তানের মুখোশ খুলল আমেরিকা, কড়া পদক্ষেপের পথে ট্রাম্প]
ভারতীয় দণ্ডবিধির পাসপোর্ট আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ধৃতের বিরুদ্ধে৷ পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ধৃতের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করছিলেন তাঁরা৷ সুযোগ খুঁজছিলেন হাতেনাতে পাকড়াও করার৷ রাজধানী-সহ দেশের বিভিন্ন রাজ্যে গুপ্তচর চক্র চালাত বলে ধৃতের বিরুদ্ধে অভিযোগ৷ সেনা, প্রতিরক্ষা-সহ ভারতের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি সম্পর্কে তথ্য জোগাড় করে তা পাচার করা হত বলে অনুমান৷
[কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ দিবস পালনের নির্দেশ UGC-র]
দিল্লির মঞ্জু কি থালি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাসাও লুঙ্গকে৷ জাল পরিচয়পত্রে নিজের নাম চার্লি পেঙ্গ বলে উল্লেখ করেছে ধৃত৷ তার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ৩ লক্ষ ৪০ হাজার টাকা৷ এই বিপুল অর্থ স্পাই মডিউলের কাজে ব্যবহার করা হত বলেই মনে করা হচ্ছে৷ ধৃতকে জেরা করে এই চক্রের গভীরে প্রবেশের চেষ্টা করা হবে বলে পুলিশ সূত্রে খবর৷ এতদিন ভারতের অন্দরে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ উঠেছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর বিরুদ্ধে৷ এবার একই পথে হেঁটে দেশের অন্দরে জাল বিস্তার করতে শুরু করেছে চিনও৷ ডোকলাম পরবর্তী সময়ে কয়েক সপ্তাহ আগেই চিন-অরুণাচল সীমান্ত পেড়িয়ে ভারতের অন্দরে প্রবেশ করে লাল ফৌজ৷ যাকে কেন্দ্র করে চড়ে কূটনৈতিক উত্তেজনা৷ এমত পরিস্থিতিতে রাজধানী থেকে চিনা গুপ্তচরকে গ্রেপ্তারির ঘটনা চিন্তা বাড়িয়েছে প্রশাসনের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.