সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল চিনা মোবাইল সংস্থার কর্তার বিরুদ্ধে। নয়ডার সেক্টর ৬৩-য়ে চিনা মোবাইল সংস্থা অপ্পো-এর অফিসে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির সংস্থার প্রোডাকশন ম্যানেজার ওই চিনা নাগরিকের দিকে। সংস্থার তিন ভারতীয় কর্মীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। ওই কর্তাকে সাসপেন্ড করা হয়েছে।
এদিন ওই চিনা নাগরিকের গ্রেপ্তারির দাবিতে কয়েকশো অপ্পো সংস্থার কর্মী ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সংস্থার অফিসের বাইরে বিক্ষোভ দেখান। বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে এসে পৌঁছয় প্রচুর পুলিশকর্মী। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা বাড়ির ছাদে উঠে তেরঙ্গা উড়িয়ে বিক্ষোভকারীদের সমর্থন দেখান। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ক্ষিপ্ত জনতা সরে যায়। বিক্ষোভকারীদের দাবি, অফিসের প্রতিটি কোণে সিসিটিভি ক্যামেরা রয়েছে। পুলিশ ফুটেজ খতিয়ে দেখুক।
জানা গিয়েছে, ওই মোবাইল সংস্থা এদিন সকালে অফিস বন্ধ করে দিয়ে বুধবার বিকেলে কাজ শুরু করার কথা বলেছে। পুলিশ জানিয়েছে, ওই অফিসে মোবাইলের যন্ত্রাংশ জোড়ার কাজ হয়। প্রায় ৪ হাজার কর্মী রয়েছে এখানে। জানা গিয়েছে, দেওয়ালে লাগানো তেরঙ্গা খুলে ওই চিনা নাগরিক ছিঁড়ে ডাস্টবিন ফেলে দিয়েছেন বলে অভিযোগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.