Advertisement
Advertisement

চিনা দ্রব্য বয়কটে এগিয়ে রাজস্থান

চিনা দ্রব্য বিক্রি কমে গিয়েছে প্রায় ৪০ শতাংশ৷

Chinese goods sale dips 40% after boycott call
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2016 4:45 pm
  • Updated:January 15, 2020 5:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন পাকিস্তানের বন্ধু৷ আর তাই চিনা দ্রব্য বর্জন করা উচিত৷ এই কথা মাথায় রেখেই ভারতে চিনা দ্রব্য বর্জন করার প্রক্রিয়া শুরু হয়েছে৷ ইতিমধ্যে দেশে ২০ শতাংশ চিনা দ্রব্য বিক্রি কমে গিয়েছে বলে জানা যাচ্ছে৷ দীপাবলি উপলক্ষে চিনা আলো এবং অন্যান্য দ্রব্য বর্জন করার ঘটনাও ঘটছে৷ পাশাপাশি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চিনা দ্রব্য বর্জনের কথা প্রচার করা হচ্ছে৷

আর এই ঘটনার প্রভাবেই রাজস্থানে চিনা দ্রব্য বিক্রি কমে গিয়েছে প্রায় ৪০ শতাংশ৷ চিনা সরঞ্জাম বর্জনে এই রাজ্যই সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে৷ চিনা এলইডি আলোর পাশাপাশি নানা রংবেরঙের আলো যা দীপাবলির সময় প্রায় প্রত্যেকেই ঘর সাজানোর জন্য কিনতেন, সেই আলোর বিক্রিও এই বছর এক ধাক্কায় কমে গিয়েছে অনেকটাই৷ পাইকারি বিক্রেতারাও গোটা অবস্থার কথা বুঝতে পেরে কম পরিমাণ চিনা দ্রব্য মজুত করেছেন৷ আলো এবং অন্যান্য দ্রব্যের পাশাপাশি চিনা ফোনও বিক্রির বাজারে মন্দার মুখ দেখেছে৷ জানা গিয়েছে, উরি হামলা এবং পাকিস্তানের সঙ্গে চিনের বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় রাখার ঘটনায় চিনা ফোন বিক্রির পরিমাণও কমে গিয়েছে ২ শতাংশ৷

Advertisement

চিনা দ্রব্য বর্জন করার জন্য রীতিমতো প্রচারও চালানো হচ্ছে রাজস্থানে৷ বিভিন্ন পেশার মানুষ প্রতিদিন পথে-ঘটে চিনা দ্রব্য বর্জনের জন্য প্রচার চালাচ্ছেন৷ ভারতীয় সেনাবাহিনীর প্রতি সম্মান প্রদর্শন করতে বয়কট করা হোক চিনা দ্রব্য, এই আবেগকে ভিত্তি করেই চলছে প্রচার৷

জয়পুর ব্যাপার মহাসংঘের সেক্রেটারি অজয় বিজয়বর্গীয় জানিয়েছেন, “চিনা দ্রব্য বর্জন করার ক্ষেত্রে পদক্ষেপ করেছেন এই অঞ্চলের অধিবাসীরা৷ চিনা দ্রব্যের পরিবর্তে ভারতীয় আলোর সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে দীপাবলি উপলক্ষে৷”

যুবক-যুবতীদের মধ্যে চিনা দ্রব্য বর্জন করার প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে বলেও জানা গিয়েছে৷ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ভাস্কর বর্মা প্রশ্ন করেছেন, “দেশী দ্রব্য থাকতে পাকিস্তানের বন্ধু চিনের তৈরি দ্রব্য কেন ব্যবহার করব?”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement