Advertisement
Advertisement

চিনা দ্রব্য বয়কটে এগিয়ে রাজস্থান

চিনা দ্রব্য বিক্রি কমে গিয়েছে প্রায় ৪০ শতাংশ৷

Chinese goods sale dips 40% after boycott call
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2016 4:45 pm
  • Updated:January 15, 2020 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন পাকিস্তানের বন্ধু৷ আর তাই চিনা দ্রব্য বর্জন করা উচিত৷ এই কথা মাথায় রেখেই ভারতে চিনা দ্রব্য বর্জন করার প্রক্রিয়া শুরু হয়েছে৷ ইতিমধ্যে দেশে ২০ শতাংশ চিনা দ্রব্য বিক্রি কমে গিয়েছে বলে জানা যাচ্ছে৷ দীপাবলি উপলক্ষে চিনা আলো এবং অন্যান্য দ্রব্য বর্জন করার ঘটনাও ঘটছে৷ পাশাপাশি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে চিনা দ্রব্য বর্জনের কথা প্রচার করা হচ্ছে৷

আর এই ঘটনার প্রভাবেই রাজস্থানে চিনা দ্রব্য বিক্রি কমে গিয়েছে প্রায় ৪০ শতাংশ৷ চিনা সরঞ্জাম বর্জনে এই রাজ্যই সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে৷ চিনা এলইডি আলোর পাশাপাশি নানা রংবেরঙের আলো যা দীপাবলির সময় প্রায় প্রত্যেকেই ঘর সাজানোর জন্য কিনতেন, সেই আলোর বিক্রিও এই বছর এক ধাক্কায় কমে গিয়েছে অনেকটাই৷ পাইকারি বিক্রেতারাও গোটা অবস্থার কথা বুঝতে পেরে কম পরিমাণ চিনা দ্রব্য মজুত করেছেন৷ আলো এবং অন্যান্য দ্রব্যের পাশাপাশি চিনা ফোনও বিক্রির বাজারে মন্দার মুখ দেখেছে৷ জানা গিয়েছে, উরি হামলা এবং পাকিস্তানের সঙ্গে চিনের বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় রাখার ঘটনায় চিনা ফোন বিক্রির পরিমাণও কমে গিয়েছে ২ শতাংশ৷

Advertisement

চিনা দ্রব্য বর্জন করার জন্য রীতিমতো প্রচারও চালানো হচ্ছে রাজস্থানে৷ বিভিন্ন পেশার মানুষ প্রতিদিন পথে-ঘটে চিনা দ্রব্য বর্জনের জন্য প্রচার চালাচ্ছেন৷ ভারতীয় সেনাবাহিনীর প্রতি সম্মান প্রদর্শন করতে বয়কট করা হোক চিনা দ্রব্য, এই আবেগকে ভিত্তি করেই চলছে প্রচার৷

জয়পুর ব্যাপার মহাসংঘের সেক্রেটারি অজয় বিজয়বর্গীয় জানিয়েছেন, “চিনা দ্রব্য বর্জন করার ক্ষেত্রে পদক্ষেপ করেছেন এই অঞ্চলের অধিবাসীরা৷ চিনা দ্রব্যের পরিবর্তে ভারতীয় আলোর সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে দীপাবলি উপলক্ষে৷”

যুবক-যুবতীদের মধ্যে চিনা দ্রব্য বর্জন করার প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে বলেও জানা গিয়েছে৷ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ভাস্কর বর্মা প্রশ্ন করেছেন, “দেশী দ্রব্য থাকতে পাকিস্তানের বন্ধু চিনের তৈরি দ্রব্য কেন ব্যবহার করব?”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement