সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পূর্ব লাদাখ (Ladakh) সীমান্তে ভারত-চিন সংঘাত। প্যাংগং লেকের কাছে চিনের আগ্রাসন প্রতিহত করল ভারতীয় সেনা (Indian Army)। সোমবার ভারতীয় সেনার তরফে বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে।
সেনা সূত্রে জানা গিয়েছে, প্যাংগং লেকের (Pangong Tso lake) দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতের জমিতে ঢোকার চেষ্টা করে লালফৌজ। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা ভেস্তে যায়। লালফৌজকে (PLA) বাধা দিলে ভারতীয় সেনাদের সঙ্গে একপ্রস্থ সংঘর্ষ হয় বলেও খবর। ১৫ জুনের পর ফের ২৯ আগস্ট ও ৩০ আগস্ট রাতে ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল বলে সেনার তরফে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে ভারতীয় সেনার জনসংযোগ আধিকারিক কর্ণেল আমান আনন্দ জানিয়েছেন, প্যাংগং লেকের দক্ষিণে ঘাঁটি গেড়ে বসেছিল লাল ফৌজ। প্যাংগং হ্রদের জলে তাদের হাই-স্পিড ইন্টারসেপটর বোটও ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। এবার দক্ষিণ অংশ দিয়ে ভারতীয় সেনার নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করে চিনের বাহিনী। সেই চেষ্টা প্রতিহত করা গিয়েছে। এই ই্স্যুতে ব্রিগেড কম্যান্ডার স্তরে বৈঠক চলছে বলেও খবর।
India thwarts Chinese Army’s attempt to transgress near southern bank of Pangong lake
Read @ANI Story | https://t.co/jTwJkv3uqf pic.twitter.com/xDsVeiBfcK
— ANI Digital (@ani_digital) August 31, 2020
প্রসঙ্গত, ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষ হয়। সেখানে শহিদ হয়েছিলেন ২০ ভারতীয় জওয়ান। চিনের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আসেনি। এরপর থেকেই লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চিনের মধ্যে সেনা ও প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। দুপক্ষই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) স্থিতাবস্থা বজায় রাখতে রাজিও হয়েছিল। কিন্তু এর মাঝেই পূর্ব লাদাখ সীমান্তে চিন (China) ক্রমাগত সামরিক নির্মাণ ও সেনা মোতায়েন করছে বলে বারবার খবর মিলেছে। এমন পরিস্থিতিতে ফের একবার ভারতের মাটি দখলের চেষ্টা চালাল লালফৌজ। তাও আবার প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে। এতদিন উত্তরপ্রান্ত নিয়ে দুপক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.