Advertisement
Advertisement

মহারাষ্ট্রে খরা কাটাতে মেঘ আনবে চিনা প্রযুক্তি!

খরার ভয়াবহতা কাটাতে এবার ভারতের দিকে বিশেষ সাহায্যের হাত বাড়াতে চাইল চিন৷

china-offers-cloud-seeding-technology-to-drought-hit-maharashtra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2016 2:25 pm
  • Updated:June 18, 2016 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র খরার কোপে এবছরও জর্জরিত ছিল মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল৷ তা প্রতিরোধে বারবার জল সংরক্ষণের উপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তবে এবার এই ভয়াবহতা কাটাতে ভারতের দিকে বিশেষ সাহায্যের হাত বাড়াতে চাইল চিন৷ ক্লাউড-সিডিং প্রযুক্তির মাধ্যমে দেশে মেঘ আনার প্রস্তাব দেওয়া হল চিনের তরফে৷

কৃত্রিম ভাবে মেঘ আনার প্রযুক্তি চিনে কার্যকর সেই ১৯৫৮ সাল থেকে৷ বিশেষ এই প্রযুক্তিতে চিন এখন সারা বিশ্বে অগ্রগণ্য৷ এবার সেই প্রযুক্তিতেই ভারতের খরা পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তাব দিল চিন৷ এ বছরেই চিন সরকারের কিছু শীর্ষ কর্তাব্যক্তির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের৷ সম্প্রতি চিনের বিজ্ঞানীদের প্রতিনিধি দল মহারাষ্ট্রে ঘুরে যান৷ পরিস্থিতি খতিয়ে দেখে এই বিশেষ প্রযুক্তির মাধ্যমে খরা আটকানোর প্রস্তাব দেন তাঁরাই৷ সরকারি পর্যায়ে এ নিয়ে আলাপ আলোচনা চলছে৷ যদি আলোচনা সফল হয় তবে চিনের বিজ্ঞানীরা এই প্রযুক্তির প্রশিক্ষণ দেবেন ভারতীয় বিজ্ঞানীদের৷

Advertisement

এদিকে বিশ্বের পরমাণু ক্লাবে ভারতের প্রবেশ নিয়ে গোড়া থেকেই বিরোধিতা করছে চিন৷ অরুণাচল সীমান্তে চিনা সেনার অনুপ্রবেশকেও ভালোভাবে নেয়নি ভারত৷ এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ককে স্বাভবিক করতেই চিনের এই প্রস্তাব বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ পরমাণু ক্লাবে ভারতের এন্ট্রি নিয়ে চলতে থাকা জটিলতার মধ্যে চিনের এই প্রস্তাব ভারত আদৌ গ্রহণ করবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement