Advertisement
Advertisement
Aksai Chin

আকসাই চিনে সুড়ঙ্গ তৈরি করছে লালফৌজ! নয়া ছবি ঘিরে চাঞ্চল্য

ডেপসাং অঞ্চলে অন্তত ১১টি সুড়ঙ্গের খোঁজ মিলেছে।

China goes underground in Aksai Chin, report claims। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 30, 2023 9:48 am
  • Updated:August 30, 2023 9:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ম্যাপ প্রকাশ করে ফের অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করেছে চিন (China)। শুধু তাই নয়, আকসাই চিনও তাদের বলে দাবি করছে বেজিং। এর মধ্যেই সামনে এল চাঞ্চল্যকর দাবি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, উত্তর লাদাখ থেকে ৬০ কিমি পূর্বে ডেপসাং অঞ্চলে মাটিতে গর্ত খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করছে চিনা সেনা। সেখানকার সরু নদী উপত্যকায় তৈরি করছে সেনা ছাউনি। ওই অঞ্চলটি আকসাই চিনের অন্তর্গত।

আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল প্রকাশ্যে আসা ছবি নিরীক্ষণ করে জানাচ্ছে, ওই অঞ্চলে নদীর দুই পারে অন্তত ১১টি সুড়ঙ্গ খোঁজ মিলেছে। গত কয়েক মাস ধরেই এখানে চিন ঘাঁটি বানাচ্ছে বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে, ওই অঞ্চলে ভারতীয় সেনার তৎপরতায় ভীত চিন এই পদক্ষেপ করছে।

Advertisement

[আরও পড়ুন: বিপদসীমার উপরে বইছে ব্রহ্মপুত্র, বন্যা কবলিত দু’লক্ষ, অসমে এখনও পর্যন্ত দুর্যোগে মৃত ১৫]

এদিকে চিনের সাম্প্রতিক ম্যাপ বিতর্কে বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, এই ধরনের ভ্রান্তি ছড়ানো ম্যাপ প্রকাশের অভ্যেস রয়েছে চিনের। তাঁর সাফ কথা, এভাবে ম্যাপ বদলে কিছুই হবে না। ওই ভূখণ্ড ভারতের ছিল, ভারতেরই রয়েছে। তাঁর কথায়, ”চিন ওদের ম্যাপে এমন ভূখণ্ডকে অন্তর্গত করেছে, যা আদৌ ওদের নয়। এটা ওদের পুরনো অভ্যাস। ভারতীয় ভূখণ্ডকে নিজেদের ম্যাপে ঢুকিয়ে দিলেই কিছু পরিবর্তন হয় না। আমাদের সরকার নিজেদের সীমান্ত সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। আজগুবি দাবি করলেই অন্যের ভূখণ্ড ওদের হয়ে যাবে না।”

[আরও পড়ুন: ‘এটাই ইন্ডিয়ার দম’, গ্যাসের দাম কমার কৃতিত্ব বিরোধী জোটকে দিচ্ছেন মমতা, এক সুর খাড়গেরও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement