Advertisement
Advertisement
China

সিকিমের কাছেই চিনা ঘাঁটি! সাংঘাতিক যুদ্ধবিমান মোতায়েন লালফৌজের

লালফৌজের পালটা দিতে ভারতের হাতিয়ার কী?

China deploys most advanced jets in 150 km away from Sikkim

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 30, 2024 7:04 pm
  • Updated:May 30, 2024 7:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিকিম সীমান্তে সাংঘাতিক অস্ত্র মোতায়েন করছে চিন! সম্প্রতি প্রকাশ্যে আসা একটি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, সিকিম থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়েছে লাল ফৌজ। সেখানেই মোতায়েন করা হয়েছে চিনের অত্যাধুনিক জে-২০ যুদ্ধবিমান। মূলত তিব্বতের মাটিতেই নতুন করে ঘাঁটি গেড়েছে লালফৌজ।

জানা গিয়েছে, অন্তত ৬টি জে-২০ স্টেলথ ফাইটার বিমান এই ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এই বিমানঘাঁটি তৈরি হয়েছে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগতাসেতে। ১২ হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই বিমানবন্দরটিতে যাত্রী পরিবহনের বিমান যাতায়াত করে। জানা গিয়েছে, চিনের (China) মোতায়েন করা জে-২০ যুদ্ধবিমানে রয়েছে বিশেষ সেন্সর। তাছাড়া বেশ কিছু মিসাইলও পরিবহন করতে পারে এই বিমান। সেই মিসাইলগুলোর মধ্যে রয়েছে পিএল-১৫, যেটা ৩০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম।

Advertisement

[আরও পড়ুন: ৩৫ লক্ষ টাকার সোনা পাচার! দিল্লি বিমানবন্দরে গ্রেপ্তার শশী থারুরের প্রাক্তন আপ্তসহায়ক

তবে এই প্রথমবার নয়। আগেও জে-২০ বিমান মোতায়েন করেছে চিন। ২০২০ এবং ২০২৩ সালে ভারত সীমান্তে এই যুদ্ধবিমানের দেখা মিলেছিল। তবে এত বেশি সংখ্যক বিমান মোতায়েন করেনি লাল ফৌজ। অসমর্থিত সূত্রের মতে, ২৫০র বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে যেগুলো রাডারে ধরা পড়ছে না। তবে উপগ্রহচিত্রে ৬টি বিমানের উপস্থিতি লক্ষ্য করা হয়েছে, যেগুলো মোতায়েন করা হয়েছে সিকিম (Sikkim) থেকে ১৫০ কিলোমিটার দূরে।

প্রসঙ্গত, শিলিগুড়িতে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) ঘাঁটি থেকে মাত্র ২৯০ কিলোমিটার দূরে নিজেদের বিমানঘাঁটি তৈরি করেছে চিন। বিষয়টি জানা রয়েছে বলেই দাবি ভারতীয় বায়ুসেনার। তবে চিনের এই আচরণ নিয়ে বায়ুসেনার তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে সূত্রের খবর, চিনের জে-২০র পালটা হিসাবে রাফালে যুদ্ধবিমান তৈরি রাখবে ভারত। ইতিমধ্যেই শিলিগুড়ির হাসিমারায় ১৬টি রাফালে রয়েছে। এছাড়াও উচ্চশক্তিসম্পন্ন মিসাইল তৈরি রাখা হবে। তবে সীমান্তে চিনের সক্রিয়তায় ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়বে, বলাই বাহুল্য।

[আরও পড়ুন: ভোটপ্রচারে কমতি নেই ‘অসুস্থ’ কেজরির, জামিনের শুনানিতে কটাক্ষ ইডির আইনজীবীর

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement