Advertisement
Advertisement

Breaking News

China Asian Games

‘আমরা তো পরিবার’, এশিয়াডে অরুণাচলের খেলোয়াড়দের ভিসা না দেওয়ায় সাফাই চিনের

অরুণাচলের খেলোয়াড়দের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে চিন, অভিযোগ ভারতের।

China consul general opens up on Chinese visa row in Asian Games | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 25, 2023 9:37 am
  • Updated:September 25, 2023 10:59 am  

অর্ণব আইচ: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তিন খেলোয়াড়কে ভিসা না দেওয়ার কারণে প্রবল বিতর্কে জড়িয়েছে চিন (China)। বৈষম্যমূলক এই আচরণে চিনকে পালটা দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত (India)। অবস্থা সামাল দিতে এবার দ্বিপাক্ষিক সম্পর্ক সহজ করার বার্তা দিলেন ভারতে নিযুক্ত চিনের কনসাল জেনারেল। ভিসা বিতর্ক নিয়ে তাঁর দাবি, দুই দেশের বিদেশ মন্ত্রক এই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করেছে। এশিয়ান গেমসের (Asian Games) আওতায় দুই দেশ আসলে একই পরিবারের অংশ। প্রসঙ্গত, ভিসা না পাওয়ার কারণে এশিয়াড থেকে নাম তুলে নিতে বাধ্য হন অরুণাচলের তিন খেলোয়াড়।

একটি অনুষ্ঠানে গিয়ে কলকাতার চিনা কনসাল জেনারেল ঝা লিউ বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সাধারণত স্থিতিশীলই থাকে। গত বছরে দুবার মুখোমুখি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা দরকার, এই বিষয়ে একমত হয়েছেন দুই নেতাই। আমাদের রাষ্ট্রপ্রধানরা যে সিদ্ধান্ত নিয়েছেন, তা বাস্তবায়িত করতে ভারতের সঙ্গে কাজ করতে খুবই আগ্রহী চিন। নানা বিষয়ে জটিলতা কাটিয়ে আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কে স্থিতাবস্থা ফিরিয়ে আনতে হবে।” 

Advertisement

[আরও পড়ুন: বিশ্ব রেকর্ড ভারতীয় দলের, শুটিংয়ের হাত ধরে এশিয়াডে এল প্রথম সোনা!]

এশিয়াডের (Asian Games 2023) জন্য অরুণাচলের তিন উশু খেলোয়াড়কে ভিসা দেয়নি জিনপিং প্রশাসন। সেই প্রসঙ্গেই চিনা কনসাল জেনারেল বলেন, “এশিয়াড তো আমাদের সকলের গেমস। কারণ আমরা সকলেই পরিবারের সদস্য। আর এই বিষয়টা নিয়ে ভারত ও চিন দুই দেশের বিদেশ মন্ত্রকের মধ্যে কথা হয়েছে।” তবে বিতর্ক নিয়ে বেশি মন্তব্য করতে চাননি তিনি।

প্রসঙ্গত, অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বাসিন্দা তিন উশু খেলোয়াড়ের ভিসার আবেদনে সিলমোহর দেয়নি চিন প্রশাসন। ফলে এশিয়ান গেমসের (Asian Games 2023) আয়োজকদের তরফে ছাড়পত্র পেলেও, চিনে প্রবেশাধিকার মেলেনি তাঁদের। এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে ভারতীয় বিদেশ মন্ত্রক। মুখপাত্র অরিন্দম বাগচি বিবৃতি জারি করে বলেন, ভারতীয় নাগরিকদের বাসস্থান বিচার করে বৈষম্যমূলক আচরণ একেবারে মেনে নেওয়া হবে না। চিনের বিরুদ্ধে প্রতিবাদ করেই সেদেশে সফর বাতিল করেছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। 

[আরও পড়ুন: ‘ড্রাই’ বিহারে বিষমদের বলি ২, দৃষ্টিশক্তি হারালেন তিনজন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement