সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূষণের চাদর এখনও ঢেকে রয়েছে দিল্লিকে৷ আর তা নিয়ে রাজনৈতিক চাপান-উতোর চলছেই৷ এ পরিস্থিতিতে দূষণমুক্ত রাজধানী চেয়ে যন্তরমন্তরে ধরনায় ছাত্রছাত্রী৷ তাদের সঙ্গে ছিলেন অভিভাবকরাও৷
দিওয়ালির পর থেকেই দূষণের বিষবাষ্পে ওষ্ঠাগত প্রাণ দিল্লীবাসীর৷ শনিবারও দূষণের জরে বন্ধ ছিল প্রায় ১৮০০টি স্কুল৷ বাচ্চাদের উপরই এর প্রভাব পড়ছে সবথেকে বেশি৷ মারাত্মক শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে তারা৷ ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্বাসনালী৷ প্রাথমিকভাবে দিওয়ালির বাজিকেই এর জন্য দায়ি করা হচ্ছিল৷ কিন্তু মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানান, পড়শি রাজ্য পাঞ্জাবে চাষিদের শস্য পড়ানোর ফলেই এই মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে৷ দিল্লি প্রায় গ্যাস চেম্বার হয়ে উঠেছে জানিয়ে এ ব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপও দাবি করেন তিনি৷
কিন্তু রাজনৈতিক দোষারোপের পালা চলতে থাকলেও পরিস্থিতির তেমন কোনও উন্নতি হয়নি৷ আর তাই প্রতিবাদে ধরনায় বসল ছাত্রছাত্রীরা৷ সঙ্গে থাকলেন অভিভাবকরাও৷ এক অভিভাবকের কথায়, দূষণের জন্য স্কুল বন্ধ হয়েছে এরকমটা আগে কখনও হয়নি৷ এই পরিবেশ ও পরিস্থিতিতে সন্তানকে বড় করে তোলা যায় না বলেই অভিযোগ ক্ষুব্ধ অভিভাবকের৷ প্রতিবাদের পর পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন হস্তক্ষেপ করবে, এমনটাই আশা রাজ্যবাসীর৷
#RightToBreathe Children & citizens of Delhi hold protest at Jantar Mantar against ineffectiveness of admin in tackling pollution. pic.twitter.com/Q3xVFlGboQ
— ANI (@ANI_news) November 6, 2016
শহরের দূষণ পরিস্থিতি থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সে পথ বের করতেই রবিবার মন্ত্রীসভার জরুরি বৈঠক ডেকেছেন অরবিন্দ কেজরিওয়াল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.