Advertisement
Advertisement

Breaking News

YouTube

মা-শিশুর ‘অশালীন’ ভিডিও নিয়ে রমরমা ব্যবসা! ইউটিউব আধিকারিককে তলব কেন্দ্রের

ইউটিউবকে 'আপত্তিকর' চ্যানেলের তালিকা প্রস্তুত করতে বলল শিশু সুরক্ষা কমিশন।

Child rights Commission summons YouTube over vulgar videos on mothers and sons | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:January 11, 2024 11:13 am
  • Updated:January 11, 2024 11:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউটিউবে (YouTube) একাধিক বিষয়ে আপত্তিকর ভিডিও নিয়ে অভিযোগ বহুদিনের। এবার মা ও শিশু সংক্রান্ত ‘অশালীন’ ভিডিও নিয়ে পদক্ষেপ করল কেন্দ্র। জাতীয় শিশু অধিকার কমিশন (NCPCR) তলব করল জনপ্রিয় সোশাল মিডিয়া প্লাটফর্মের ভারতের পাবলিক পলিসি হেডকে। আগামী ১৫ জানুয়ারি কমিশনের সামনে হাজির হতে বলা হয়েছে ইউটিউবের ওই আধিকারিককে। ‘আপত্তিকর’ চ্যানেলেগুলির তালিকা সঙ্গে নিয়ে দেখা করতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, ওই তালিকা যাচাই করে বেশ কিছু চ্যানেলকে নিষিদ্ধ করবে কেন্দ্র। এমনকী আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।

জাতীয় শিশু অধিকার কমিশনের প্রধান প্রিয়াঙ্কা কানুনগো চিঠি পাঠিয়েছেন ইউটিউবের ভারতে নিযুক্ত পাবলিক পলিসি হেড মিরা চ্যাটকে। ওই চিঠিতে বলা হয়েছে, ইউটিউবে মা ও শিশু সংক্রান্ত ‘অশালীন’ ভিডিওগুলি নিয়ে উদিগ্ন এবং বিরক্ত কমিশন। ওই ভিডিওগুলিতে শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে। ঠিক কী দেখানে হয়েছে ভিডিওগুলিতে?

Advertisement

 

[আরও পড়ুন: ‘কঠিন আসনে’ জনপ্রিয়’ মুখ, ‘ইন্ডিয়া’র চাপে কৌশল বদল বিজেপির!]

এই বিষয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রিয়াঙ্কা বলেন, “কমিশন চিহ্নিত করেছে সেই সমস্ত ভিডিওকে যেখানে শিশুর অধিকার লঙ্ঘন হয়েছে। মা ও শিশুর ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন ইত্যাদি রয়েছে ভিডিওগুলিতে। যা শিশুকে যৌন হেনস্তায় পকসো (POCSO) আইন লঙ্ঘিত হচ্ছে।” তিনি আরও বলেন, “ইউটিউবকে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। অপরাধীরা জেলে যাবেন। এই ধরনের ভিডিওর বাণিজ্যিকরণ পর্ণ বিক্রির মতো কাজ। যে কোনও প্ল্যাটফর্ম, যেখানে শিশুদের যৌন নিপীড়নের ভিডিও দেখানো হয়, ওই কর্তৃপক্ষের জেলে যেতে হবে।”

 

[আরও পড়ুন: এবার কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে ইডির নোটিস, বৃহস্পতিবারই হাজিরার নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement