Advertisement
Advertisement
Hyderabad Child Death

ঘুষ না পাওয়ায় অক্সিজেন দেয়নি স্বাস্থ্যকর্মী! ICU-তে মৃত্যু ৪ বছরের শিশুর

অভিযোগ, মাত্র ১০০ টাকা ঘুষ না দেওয়ায় মৃত্যু হল শিশুটির।

Child allegedly died in Hyderabad Hospital as oxygen denied over ₹100 bribe | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Suparna Majumder
  • Posted:November 2, 2021 2:12 pm
  • Updated:November 2, 2021 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাহিদা মতো ঘুষ পায়নি স্বাস্থ্যকর্মী। তাই অসুস্থ শিশুকে অক্সিজেন দেওয়া হয়নি। স্বাস্থ্যকর্মীর এই কাজের জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিটের শয্যাতেই প্রাণ হারিয়েছে চার বছরের শিশু। এমন অভিযোগে তুলকালাম কাণ্ড হায়দরাবাদের হাসপাতাল (Hyderabad Hospital)।

জানা গিয়েছে, মৃত শিশুর নাম মহম্মদ খজা। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল সে। ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। প্রথমে শিশুকে হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে পরিস্থিতির অবনতি হলে হায়দরাবাদের নিলোফার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভরতি হওয়ার পরপরই ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয় চার বছরের শিশুকে।

Advertisement

[আরও পড়ুন: ভোটের আগে জিন্নাকে নিয়ে অখিলেশের মন্তব্য ঘিরে তোলপাড় উত্তরপ্রদেশ, কটাক্ষ যোগীর

শিশুর বাবা মহম্মদ আজমের অভিযোগ, খজার অক্সিজেনের প্রয়োজন ছিল। খুব শিগগিরিই তা দিতে হত। অক্সিজেন দেওয়ার জন্য ১০০ টাকা ঘুষ চায় সুভাষ নামের ওই স্বাস্থ্যকর্মী। ঘুষ দিতে অস্বীকার করেন তাঁরা। এ নিয়ে বচসা হলে অক্সিজেন না দিয়েই আইসিইউ ছেড়ে চলে যায় সুভাষ। অক্সিজেনের অভাবে হাসপাতালের শয্যাতেই মারা যায় চার বছরের শিশু। এরপরই হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন আজম ও তাঁর আত্মীয়, পরিজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।  পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয় তাঁদের।

হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও তোলেন আজম ও তাঁর পরিবার। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিলোফার হাসপাতালের সুপারিন্টেডেন্ট ডা. ভি মুরলীকৃষ্ণ জানান, অভিযোগ পেয়েই অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তিনি জানান, হাসপাতালের পক্ষ থেকে ওই কর্মীকে নিয়োগ করা হয়নি। কোনও একটি এজেন্সির মাধ্যমে কাজ করতে এসেছিল সে। সুতরাং সুভাষের বিষয়ে তাঁরা কিছুই জানেন না। এই ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। দোষ প্রমাণিত হলে শাস্তি দেওয়া হবে বলেও জানানো হয়েছে।  

[আরও পড়ুন: Petrol Price: টানা এক সপ্তাহ বাড়ল পেট্রলের মূল্য, দিল্লিতে ১১০ টাকার গণ্ডি পেরল পেট্রল, কলকাতায় কত?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement