সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মশাবাহিত রোগ একপ্রকার মহামারীর আকার নিয়েছে রাজধানীতে৷ একদিকে চরিত্র বদলে আক্রমণ চালাচ্ছে চিকুনগুনিয়া৷ অন্যদিকে ডেঙ্গুর প্রকোপে আতঙ্ক ছড়াচ্ছে দিল্লিজুড়ে৷ আর সে কারণেই সম্পূর্ণ দিশেহারা রাজধানীর চিকিৎসকরা৷ কয়েকদিনের ব্যবধানে ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রাণ কেড়েছে ৩০ জনের৷ জানা গিয়েছে বর্তমানে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা প্রায় ২৮০০ ছাড়িয়েছে৷
বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিল্লির হাসপাতালে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৭৫ বছর বয়সের এক ব্যক্তির৷ এই নিয়ে কেবল চিকুনগুনিয়ায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২৷
চিকিৎসকদের মতে, অদ্ভুত আচরণ করতে শুরু করেছে চিকুনগুনিয়ার ভাইরাল স্ট্রেইন৷ সেকারণেই বহু ক্ষেত্রেই আইজিএম-এলিসা এবং রিভার্স ট্রান্সক্রিপশন-পলিমেরাস চেন রিঅ্যাকশন বা আরটি-পিসিআর পরীক্ষার পরও ধরা পড়ছে না অনেকের চিকুনগুনিয়া৷ মূলত এই দু’টি ক্লিনিকাল পরীক্ষার মাধ্যমেই চিকুনগুনিয়া সম্পর্কে নিশ্চিত হন ডাক্তাররা৷ কিন্তু এতদিনের পরিচিত উপসর্গ দেখতে না পেয়ে প্রাথমিকভাবে ভাইরাল ফিভার আন্দাজ করেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ আর তাতেই ঘটছে যাবতীয় বিপত্তি৷ বিশেষজ্ঞদের মতে, অভিযোজন ঘটেছে চিকুনগুনিয়ার স্ট্রেইনের৷ আর তারজন্য প্রাথমিক চিকিৎসায় ধরা পড়ছে না রোগ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.