ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ড সরকারের এক আধিকারিক নিয়োগ মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত বলল, “আমরা আর সামন্ত যুগে নেই। মুখ্যমন্ত্রীরা রাজার মতো আচরণ করতে পারেন না।” সুপ্রিম কোর্টের সাফ কথা, সবাইকে জনতার আস্থাকেই প্রাধান্য দিতে হবে।
বিতর্কের সূত্রপাত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির এক বিতর্কিত আইএফএস অফিসারকে রাজাজি টাইগার রিজার্ভের ডিরেক্টর হিসাবে নিয়োগ করাকে কেন্দ্র করে। অভিযোগ, রাজ্যের বনমন্ত্রী ওই বিতর্কিত আইএফএস আধিকারিকের নিয়োগের বিরোধিতা করেছেন। বন দপ্তরের সচিব, সহ সচিবরাও ওই আধিকারিকের নিয়োগের বিরুদ্ধে ছিলেন। কিন্তু তাঁদের উপেক্ষা করে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজের ক্ষমতা বলে কার্যত জোর করে ওই আধিকারিককে রাজাজি টাইগার রিজার্ভের ডিরেক্টর করেন। সেই নিয়েই মামলা হয়েছে সুপ্রিম কোর্টে।
সেই মামলায় শীর্ষ আদালত বলছে, “আমরা আর সামন্ত যুগে নেই। মুখ্যমন্ত্রীরা আগেকার দিনের রাজার মতো আচরণ করতে পারেন না। তাঁরা যা বলবেন, তাই হবে সেটা হতে পারে না। মানুষের আস্থা বলেও একটা ব্যাপার থাকে। শুধু মুখ্যমন্ত্রী বলেই কেউ যা ইচ্ছা তাই করতে পারে না।”
এখানেই শেষ নয়, বিতর্কিত ওই আধিকারিকের প্রতি মুখ্যমন্ত্রী ধামির এত ‘বিশেষ প্রীতি’ কেন? তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। তিনি আগে জিম করবেট টাইগার রিজার্ভের ডিরেক্টর ছিলেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তারপরও কেন ওই আধিকারিকের প্রতি এত টান মুখ্যমন্ত্রীর প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.