Advertisement
Advertisement

মানুষের ভক্তি এবং প্রার্থনার জন্যই নবজন্ম পেয়েছি: জয়ললিতা

কিন্তু তিনি কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সেই বিষয়ে এখনও কিছু ঠিক হয়নি।

Chief Minister J. Jayalalithaa on Sunday appealed to the people to support party candidates contesting elections
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 14, 2016 3:34 pm
  • Updated:November 14, 2016 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের চেয়ে এখন তিনি অনেকটাই সুস্থ। আর তাই রাজ্যের মানুষকে ধন্যবাদসূচক বার্তা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। মানুষের ভক্তি এবং প্রার্থনার জন্যই তিনি নবজন্ম পেয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি বলেছেন, “একটি সুসংবাদ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। সমগ্র তামিলনাড়ু, দেশ ও বিদেশের বহু মানুষের প্রার্থনায় আমি নবজন্ম লাভ করেছি। আপনাদের ভালবাসা এবং স্নেহ আমি পেয়েছি। আর জীবনের কাছে আমি কী চাইতে পারি?” রবিবার এআইএডিএমকে’র তরফ থেকে একটি বিবৃতিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রকাশ করা হয়।

Advertisement

বিবৃতিতে এআইএডিএমকে সুপ্রিমো জানিয়েছেন, এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে মানুষের সমর্থন তাঁর দলের প্রার্থীদের খুব বেশি প্রয়োজন রয়েছে। শুধু তাই নয়, বিবৃতিতে তিনি জানিয়েছেন, খুব দ্রুত তিনি নিজের পদে ফিরে বাকি থেকে যাওয়া কাজ সম্পন্ন করতে চান। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, নির্বাচনের সময় তিনি নিজে রাজ্যের বিভিন্ন অঞ্চলে উপস্থিত থাকতে পারছেন না। কিন্তু তাঁর দলের সমর্থকরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করছেন। আম্মা তাঁদের এই পরিশ্রম চালিয়ে যেতে বলেছেন এবং তাঁরা যাতে দলের প্রার্থীদের জয় নিশ্চিত করতে পারেন সেই আশাই করেছেন।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, তাঁর অসুস্থতার খবর জানতে পেরে কিছু সমর্থক মারা গিয়েছেন, এই কথা শুনে স্তব্ধ হয়ে যান আম্মা। বলেন, “তিনি সকালের সঙ্গে মাইল কাজ করতে না পারলেও “পরিশ্রম এবং সততা এএইডিএমকের উন্নতি ঘটাতে সক্ষম হবে।”

মুখ্যমন্ত্রীর এই বিবৃতির পরই অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ সি রেড্ডি জানিয়েছেন, যদিও মুখ্যমন্ত্রী এখন ভাল আছেন, কিন্তু তিনি কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সেই বিষয়ে এখনও কিছু ঠিক হয়নি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement