সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন শীর্ষ আদালতের ২৫ জন বিচারপতি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিজেই এই ছুটির প্রস্তাব দিয়েছেন। তবে সরকারি খরচে নয়, বিচারপতিদের এই ভ্রমণের খরচ তাঁরা নিজেরাই জোগাবেন।
সুপ্রিম কোর্ট সূত্রের দাবি, আদালতের কাজকর্ম সংক্রান্ত কিছু আলোচনার জন্যই ওই ছুটির পরিকল্পনা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না-সহ ২৫ জন বিচারপতি বিশাখাপত্তনমে থাকবেন। সঙ্গে থাকবে তাঁদের পরিবারও। সেখানে ১১ এবং ১২ জানুয়ারি সুপ্রিম কোর্টের কাজকর্ম সংক্রান্ত কিছু আলোচনা করার কথা বিচারপতিদের। আরাকু ভ্যালিতে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে বিচারপতিদের। কয়েকজন বিচারপতি ১৩ তারিখও বিশাখাপত্তনমে থাকবেন। বাকিরা দিল্লিতে ফিরবেন। তবে পুরোটাই হবে ছুটির মেজাজে।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাই প্রথম ছুটির মেজাজে এই আলোচনার প্রস্তাব করেন। শীর্ষ আদালতের সিনিয়র বিচারপতিদের সঙ্গে এ নিয়ে তিনি প্রাথমিকভাবে আলোচনা করেন। তারপরই অন্য বিচারপতিদের প্রস্তাব দেন। তাঁরাও রাজি হয়ে যান। প্রধান বিচারপতি চাইছিলেন, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ আলোচনা হোক দিল্লির বাইরে ছুটির মেজাজে। যাতে চাপমুক্ত থাকতে পারেন বিচারপতিরা। এই ছুটি অবশ্য সরকারি খরচে নয়। লিভ ট্রাভেল কনসেশনের সুবিধা নিয়ে নিজেদের খরচেই ছুটি কাটাতে যাবেন বিচারপতিরা। তবে একসঙ্গে এত বিচারপতির ছুটি কাটাতে যাওয়াটা সুপ্রিম কোর্টের ইতিহাসে নজিরবিহীন।
অবশ্য বিচারপতিদের একসঙ্গে এই ছুটি নিয়ে প্রশ্নও উঠছে। শীর্ষ আদালতে এখনও বহু গুরুত্বপূর্ণ মামলা ঝুলে। রাজ্যের একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে চলেছে। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতি-সহ ২৫ বিচারপতি একসঙ্গে ছুটিতে যাচ্ছেন, সেখানে খানিকটা অশোভন মনে হচ্ছে অনেকেরই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.