সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অব্যহতি নেবেন তিনি। তার আগে দিল্লির এক সভামঞ্চে দাঁড়িয়ে ডি ওয়াই চন্দ্রচূড় বললেন, বিচারবিভাগ স্বাধীন মানেই তা সরকার বিরোধী, এমন ভাবার কোনও কারণ নেই। এইসঙ্গে বিচারপতিদের উপর আস্থা রাখার পরামর্শ দিলেন সাধারণ মানুষকে।
প্রধান বিচারপতি জানান, নির্বাচনী বন্ড মামলায় সরকার বিরোধী রায় দেওয়ায় বিচারবিভাগকে স্বাধীন মানসিকতার বলা হচ্ছিল। যদিও অন্য মামলায় রায় সরকারের পক্ষে যেতেই বিচারবিভাগ স্বাধীন নয়, চাপে রয়েছে ইত্যাদি গুঞ্জন শুরু হয়। উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ নির্বাচনী বন্ড নিয়ে রায় দেয়। এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলির অনুদান সংগ্রহের উপরে নিষেধাজ্ঞা জারি হয়।
দিল্লির একটি সভায় প্রধান বিচারপতি বলেন, “আজকের দিনে বিচার বিভাগের স্বাধীনতা মানেই হয়ে দাঁড়িয়েছে সরকারের থেকে স্বাধীনতা। কিন্তু এটাই একমাত্র বিষয় নয়। সমাজ বদলাচ্ছে। বিশেষত সমাজমাধ্যমের কারণে…যাদের স্বার্থ রয়েছে তারা ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে নিজেদের অনুকূলে রায়ের জন্য আদালতের উপর চাপ সৃষ্টি করছে।” আরও বলেন, একজন বিচারককে “ভারসাম্যের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে স্বাধীনতা দিতে হবে। সেই সিদ্ধান্ত বা রায় যার বিরুদ্ধেই যাক।” চন্দ্রচূড় জানান, আইন অনুযায়ী কোনও রায় সরকারের বিরুদ্ধে যাবে বা পক্ষে। বিচারবিভাগের স্বচ্ছতার জন্য এই বিষয়টি বোঝা জরুরি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.