ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাসখানেক পরই অবসর নেবেন এসএ বোবদে (SA Bobde)। সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরি হিসেবে কার নাম সুপারিশ করতে চান আগেই তা জানতে চেয়েছিল কেন্দ্র। এবার তিনি জানিয়ে দিলেন, বিচারপতি এনভি রমনের (NV Ramana) নাম। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে একথা জানা গিয়েছে। প্রসঙ্গত, আগামী ২৩ এপ্রিল অবসর নেবেন বোবদে।
ইতিমধ্যেই বোবদের পরে কে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পদে বসবেন, সে ব্যাপারে প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র। গত শুক্রবারই কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ একটি চিঠি লিখে বোবদের কাছ থেকে জানতে চান, তিনি কাকে দেখতে চাইছেন তাঁর উত্তরসূরি হিসেবে। এই মুহূর্তে বর্ষীয়ান বিচারপতিদের মধ্যে বোবদের পরেই এনভি রমনের স্থান। তাই তাঁর নামই যে বোবদে সুপারিশ করবেন, তা প্রত্যাশিত ছিল। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসেবে রমনের মেয়াদ হবে এক বছর চার মাস। ২০২২ সালের ২৬ আগস্ট পর্যন্ত তিনি ওই পদে থাকবেন।
Chief Justice of India (CJI) SA Bobde (file photo) sends a letter to Central government recommending to appoint senior most Supreme Court Judge Justice NV Ramana as the next CJI.
CJI SA Bobde is due to retire on April 23. pic.twitter.com/VfhkSOKL5z
— ANI (@ANI) March 24, 2021
১৯৫৭ সালের ২৭ আগস্ট অন্ধ্রপ্রদেশের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন রমন। ২০০০ সালের জুন মাসে তিনি অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের স্থায়ী বিচারপতি হন। পরে দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি হন তিনি। এরপর ২০১৪ সালে পদোন্নতি হয় তাঁর। সেবছরেরই ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে পা রাখেন রমন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.