Advertisement
Advertisement
Rajiv Kumar

ফল ‘মনপসন্দ’ না হলেই ইভিএমের দোষ! ভোটঘোষণায় শায়েরি শোনালেন ‘অভিমানী’ রাজীব

স্বরচিত শায়েরিতে 'দলবদলু'দেরও তোপ মুখ্য নির্বাচন কমিশনারের।

Chief Election Commissioner Rajiv Kumar's shayari sparks laughter
Published by: Biswadip Dey
  • Posted:March 16, 2024 5:33 pm
  • Updated:March 16, 2024 5:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষায় অধীর ছিল গোটা দেশ। শনিবার দুপুর তিনটেয় লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আর মূল ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁর মুখে শোনা গেল স্বরচিত শায়েরিও। হেরে গেলেই ওঠা ইভিএম কারচুপির অভিযোগ কিংবা দলবদলু- নানা বিষয়েই সরস টিপ্পনী কাটতে দেখা গেল তাঁকে।

ইভিএম নিয়ে নানা সময়ই প্রশ্ন ওঠে। আর সেই প্রসঙ্গে রাজীব কুমারের (Rajiv Kumar) শায়েরি, ”অধুরি হসরতো কা ইলজাম হর বার হম পর লাগানা ঠিক নেহি, বফা খুদ সে নেহি হোতি খতা ইভিএম কি কহতে হো।” অর্থাৎ নিজেদের অপূর্ণ ইচ্ছার কারণে ইভিএমকে অভিযোগে বিদ্ধ করা ঠিক নয়। নিজের প্রতি বিশ্বাসের খামতির কারণে ইভিএমকে আক্রমণ করাটা অনুচিত।

Advertisement

[আরও পড়ুন: লোকসভা ভোটের সঙ্গেই রাজ্যের ২ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, জেনে নিন দিনক্ষণ]

এর পরে তিনি খোঁচা দেন দলবদলুদের। এক্ষেত্রেও স্বরচিত শায়েরি শুনিয়ে রাজীব বলেন, ”দুশমনি জম কর করো, লেকিন ইয়ে গুজারিশ রহে, জব কভি হাম দোস্ত হো জায়ে তো শর্মিন্দা না হো। ” অর্থাৎ শত্রুতা যতই মারাত্মক হোক, এটা যেন মাথায় থাকে, যখন ফের বন্ধুত্ব হবে তখন যেন লজ্জা না লাগে। এর পর তিনি বলেন, ”আজকাল তো দ্রুত বন্ধুত্ব ও দ্রুত শত্রুত্বের প্রক্রিয়া চলতে থাকে।” তিনি কারও নাম না করলেও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মতো কারও কারও কথা যে সকলের মনে পড়েছে তা বলাই বাহুল্য। মুখ্য নির্বাচন কমিশনারের এমন সব শায়েরির শুনে হেসে গড়িয়ে পড়েন সামনে উপস্থিত সকলেই। নির্বান ঘোষণার সময় তাঁর এহেন ‘শায়েরানা মেজাজে’ মজা পেয়েছেন অনেকে।

[আরও পড়ুন: লোকসভার সঙ্গেই চার রাজ্যে বিধানসভা নির্বাচন, দেশজুড়ে উপনির্বাচনের সূচিও ঘোষণা কমিশনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement