Advertisement
Advertisement
সিবিআই হেফাজত

আর কোনও প্রশ্ন নেই, তবুও দু’দিনের জন্য সিবিআইয়ের ‘অতিথি’ চিদম্বরম

অর্থনীতি নিয়ে মোদি সরকারকে বেনজির আক্রমণ চিদম্বরমের, দেখুন ভিডিও।

Chidambaram will continue to remain in custody of the CBI till September 5
Published by: Subhajit Mandal
  • Posted:September 3, 2019 9:02 pm
  • Updated:September 3, 2019 9:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ আগস্ট থেকে সিবিআই হেফাজতে আছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এই সময়কালে সিবিআই তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে। প্রাক্তন অর্থমন্ত্রী নিজে আদালতে দাবি করেছেন, সিবিআইয়ের প্রায় চারশোর বেশি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তাতেও তাঁর জামিন মঞ্জুর হয়নি। মঙ্গলবার ফের আদালতে তোলা হয় চিদম্বরমকে। সেখানে সিবিআইয়ের আইনজীবী একপ্রকার স্বীকার করে নেন, যে চিদম্বরমকে জিজ্ঞাসাবাদের মতো আর কোনও প্রশ্ন নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তা সত্ত্বেও, আদালত চিদম্বরমকে দু’দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে প্রাক্তন অর্থমন্ত্রীকে।

[আরও পড়ুন: কৈলাসের হিমালয়-যাত্রা, বাঙালি সন্ন্যাসীর কুঠিয়ায় রাত কাটালেন বিজেপি নেতা]

চিদম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবারই। সেইমতো তাঁকে মঙ্গলবার শীর্ষ আদালতে তোলা হয়। আদালত চিদম্বরমের সিবিআই হেফাজত দু’দিন বাড়িয়ে দেয়। শুনানিতে সরকার পক্ষের আইনজীবী স্পষ্ট জানান, তাঁদের আর চিদম্বরমকে জিজ্ঞাসাবাদের মতো আর কোনও প্রশ্ন নেই। সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন,”আমরা আর ওনাকে হেফাজতে চাই না। এবার আইন আইনের পথে চলুক। শুধু একজন অভিযুক্ত বিচারবিভাগীয় হেফাজতে যেতে চাই না বলে আদালতের কোনও নির্দেশ দেওয়া উচিত নয়।” আসলে, শুরু থেকেই তিহার জেলে যেতে আপত্তি করেছেন চিদম্বরম। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, যদি প্রয়োজন হয় তাহলে তাঁকে সিবিআই হেফাজতে পাঠানো হোক। কিন্তু, তিহার জেলে যেন না পাঠানো হয়। এদিকে, সিবিআই হেফাজতে না চাইলেও প্রাক্তন অর্থমন্ত্রীকে একপ্রকার অতিথি করেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হল। সেখানে আর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে না। তিহার জেলে থাকতে না চাওয়ায় এই সুবিধা পেলেন প্রাক্তন অর্থমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: অ্যাম্বুল্যান্স দেয়নি হাসপাতাল, মেয়ের মৃতদেহ বুকে জড়িয়ে রাস্তায় হাঁটলেন অসহায় বাবা]

এদিকে, সিবিআই হেফাজতে এতদিন থাকার পরও মচকাননি চিদম্বরম। মঙ্গলবার মাত্র একটি শব্দ ব্যবহার করে মোদি সরকারকে তীব্র কটাক্ষ শানান তিনি। চিদম্বরমকে এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি ১৫ দিন সিবিআই হেফাজতে আছেন, এ বিষয়ে কিছু বলতে চান। উত্তরে চিদম্বরম হাসিমুখে বলেন, “৫ শতাংশ।” সেই সঙ্গে তিনি দেখান হাতের পাঁচ আঙুল। আসলে, শুক্রবারই জিডিপির সর্বশেষ পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। যাতে দেখা যাচ্ছে ভারতের বর্তমান আর্থিক বৃদ্ধির হার নেমে এসেছে ৫ শতাংশে। সেই পরিসংখ্যানকেই এদিন কটাক্ষ করেন প্রাক্তন অর্থমন্ত্রী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement