সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের (Chhattisgarh) এক কংগ্রেস নেতার (Congress Leader) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দলেরই এক মহিলা নেত্রীর। তাঁর অভিযোগ, দলীয় উঁচু পদে থাকা ওই নেতা শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দেন। শারীরিক সম্পর্কের জন্য নিয়মিত চাপ সৃষ্টি করতেন। বিনিময়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার টোপও দেন। রাইপুরের এসএসপির কাছে অভিযোগ জানিয়েছেন মহিলা নেত্রী। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে উলটে মহিলার বিরুদ্ধেই ব্ল্যাকমেলের অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা।
বিস্ফোরক অভিযোগ উঠছে ছত্তিশগড়ের কংগ্রেস নেতা জয়ন্ত সাহুর বিরুদ্ধে। অভিযোগ দায়ের হয়েছে রায়পুরের তেলিবান্ধা থানায়। জয়ন্ত কংগ্রেসের প্রাক্তন জেলা সদস্য। বর্তমানে ধরসিনওয়া বিধানসভা কেন্দ্রে দলের হয়ে কাজ করছেন এই নেতা। অভিযোগকারী মহিলা নেত্রী বেমেতারার বাসিন্দা। জয়ন্ত এবং ওই নেত্রীর বন্ধুত্ব হয় ফেসবুকে। এরপরেই তিনি রায়পুরে যাতায়াত শুরু করেন।
মহিলার অভিযোগ, জয়ন্ত তাঁকে শারীরিক সম্পর্কের নিয়মিত চাপ দিতেন। দাবি করেছেন, দল থেকেও ফোনে ও মেসেজে অশ্লীল বার্তা দেওয়া হয়েছে। কিছুদিন আগে ফেসবুকেও জয়ন্তর বিরুদ্ধে প্রতিবাদী পোস্ট করেছিলেন কংগ্রেস নেত্রী। সেখানে দাবি করেন, মহিলাদের দলীয় পদ দেওয়ার লোভ দেখিয়ে তাঁদেরকে ব্যবহার করতেন জয়ন্ত। যাবতীয় বিষয়ে জানিয়ে এসএসপির কাছে অভিযোগ করেছেন তিনি।
পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন নেত্রী। কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ জানানোর পরেও রাজনৈতিক প্রভাবের কারণে ব্যবস্থা নেয়নি পুলিশ, দাবি মহিলার। এক প্রশ্নের উত্তরে দৈনিক ভাষ্করকে অভিযোগকারী মহিলা বলেন, ভেবেছিলাম থানায় গিয়ে পুলিশের সামনে আত্মহত্যা করব। গোটা ঘটনায় মুখ পড়েছে কংগ্রেসের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.