Advertisement
Advertisement

Breaking News

কনস্টেবল পদে এবার বৃহন্নলারাও, বড় উদ্যোগ ছত্তিশগড় পুলিশের

মোতায়েন করা হবে মাওবাদী এলাকায়!

Chhattisgarh police to recruit transgender constables
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 8, 2017 8:52 am
  • Updated:July 13, 2018 6:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে তাঁদের সমানাধিকারের দাবিতে স্বীকৃতি দেওয়ার পর, রাজস্থান ও তামিলনাড়ুতে পুলিশের চাকরি পেয়েছেন মাত্র দু’জন বৃহন্নলা। আর এবার নিয়ম মেনে শারীরিক সক্ষমতা যাচাই করে বৃহন্নলাদের কনস্টেবল পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিল ছত্তিশগড় সরকার। নেওয়া হবে লিখিত পরীক্ষাও। প্রশাসন সূত্রে খবর, রাজ্যে ২৭টি জেলায় কনস্টেবলের শূন্যপদে বৃহন্নলাদের নিয়োগ করা হবে। ইতিমধ্যেই নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। কনস্টেবল পদে চাকরি করার জন্য বৃহন্নলাদের শারীরিক সক্ষমতা মাপকাঠি কী হবে, তা খতিয়ে দেখছে ছত্তিশগড় পুলিশ।

[বেআইনি মদ রোখার বদলা, দিল্লিতে নগ্ন করে ঘোরানো হল মহিলা কমিশনের সদস্যকেই]

Advertisement

ছেলেও না, আবার মেয়েও না। জন্মসূত্রে অদ্ভূত শারীরিক গঠনের জন্য  নানাভাবে হেনস্তা হতে হয়। সমাজও এঁদের একঘরে করে রেখেছে। তাই একপ্রকাশ বাধ্য হয়েই রাস্তায় গাড়ি থামিয়ে কিংবা নবজাতকের বাড়ি গিয়ে টাকা আদায় করে জীবন নির্বাহ করেন বৃহন্নলারা। কিন্তু, শারীরিক গঠন যাই হোক না, আর পাঁচজনের মতো বৃহন্নলারাও তো এদেশেরই নাগরিক। সবচেয়ে বড় কথা, তাঁরাও তো মানুষ। তাই তাঁদের কেন সুস্থভাবে বাঁচার অধিকার থাকবে না?  যোগ্যতার ভিত্তিতে কেনই বা জীবিকা নির্বাহ করতে পারবেন না বৃহন্নলারা? এ বিষয়ে একটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মামলায় বৃহন্নলাদের তৃতীয় লিঙ্গ বলে ঘোষণা করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, নাগরিকের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না তাঁদের।

[স্বামীকে খুন করে বাড়িতেই রমরমিয়ে মধুচক্রের আসর, ধৃত মক্ষীরানি]

২০১৪ সালে সুপ্রিম কোর্টের এই রায়ের পর, তামিলনাড়ু ও রাজস্থানে পুলিশে চাকরি পান দু’জন বৃহন্নলা। এবার সেই পথে হাঁটতে চলেছে ছত্তিশগড়ও। প্রশাসন সূত্রে খবর, রাজ্যের ২৭টি জেলায় ৩৫ হাজার কনস্টেবল নিয়োগ করার প্রস্তাব দিয়েছে ছত্তিশগড় পুলিশ। সুপ্রিম কোর্টে নির্দেশ মতো কনস্টেবল পদে তৃতীয় লিঙ্গ মানুষদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭টি জেলা আবার মাওবাদী-অধ্যূষিত। কনস্টেবল পদে যেসব বৃহন্নলা চাকরি পাবেন, তাঁদের এই ১৭টি জেলাতেও মোতায়েন করা হবে। ছত্তিশগড় পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (রিক্রুটমেন্ট) পবন দেও জানিয়েছে, লিখিত ও শারীরিক পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, তাহলে কনস্টেবল পদে বৃহন্নলাদেরও নিয়োগ করা হবে। এই নিয়োগ জেলাভিত্তিক। তাই মাওবাদী অধ্যূষিত এলাকা থেকে যদি কেউ চাকরি পান, তাহলে তাঁকে মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করতে হবে।

[‘মাকে প্রণাম না করে কি আফজল গুরুকে করবেন’, প্রশ্ন উপরাষ্ট্রপতির]

লিখিত পরীক্ষা তো বটেই, পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কর্মপ্রার্থীদের শারীরিক সক্ষমতাও যাচাই করে নেওয়া হয়। তাই বৃহন্নলা কর্মপ্রার্থীর শারীরিক সক্ষমতা মাপকাঠি কি হবে, এখন তা খতিয়ে দেখছে ছত্তিশগড় পুলিশ। সাধারণ কর্মপ্রার্থীদের মতোই বৃহন্নলাদেরও বয়সসীমাও ২৮ বছর। ছত্তিশগড়ে বৃহন্নলা ওবিসি শ্রেণিভুক্ত। সেই সুবাদে শিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে তাঁদের ১৫ শতাংশ সংরক্ষণ দেওয়া হয়। পুলিশের আধিকারিক জানিয়েছে, কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রেও বৃহন্নলাদের সংরক্ষণের সুবিধা দেওয়া হবে।

[ফের একদফা আধার সংযুক্তির মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement