Advertisement
Advertisement
Chhattisgarh

লোকসভায় জয়ী NDA, খুশিতে আঙুল কেটে দেবতাকে উৎসর্গ ছত্তিশগড়ের যুবকের!

ফলাফলের শুরুর দিকে বিজেপিকে পিছিয়ে পড়তে দেখে মা কালীর মন্দিরে ছুটে যান যুবক।

Chhattisgarh man chops off his finger, offers it at temple after NDA's victory
Published by: Amit Kumar Das
  • Posted:June 8, 2024 3:50 pm
  • Updated:June 8, 2024 3:50 pm

সংবাদপ্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ। ফের একবার দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। প্রিয় দলের জয়ের আনন্দে এবার আজব কাণ্ড ঘটালেন ছত্তিশগড়ের বছর ৩০-এর এক যুবক। আনন্দের আতিশয্যে নিজের দেহাংশ ঈশ্বরের উদ্দেশে বলি দিলেন তিনি। এই খবর প্রকাশ্যে আসার পর রীতিমতো শিউরে উঠছেন সাধারণ মানুষ।

জানা গিয়েছে, ছত্তিশগড়ের বলরামপুরের বাসিন্দা দুর্গেশ পান্ডে(৩০)। ৪ জুন নির্বাচনের ফল ঘোষণার দিন সকাল থেকে টিভিতে নজর রেখেছিলেন দুর্গেশ। শুরুর দিকে দেখা যায়, বিজেপিকে (BJP) পিছনে ফেলে কংগ্রেস বেশি আসনে লিড করছে। এর পরই দলের জয়ের প্রার্থনায় স্থানীয় কালী মন্দিরে ছুটে যান ওই বিজেপি সমর্থক। সময় গড়ালে দেখা যায়, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA) সরকার ২৭২-এর ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। ওই যুবকের দাবি, মা কালী তাঁর প্রার্থনা শুনেছেন এবং বিজেপিকে জিতিয়ে দিয়েছেন। তাই মা কালীকে খুশি করতে এর পর ফের সেই মন্দিরে গিয়ে নিজের বাঁ হাতের একটি আঙুল কালীকে উৎসর্গ করেন যুবক।

Advertisement

[আরও পড়ুন: কেন এখনও মোদিকে অভিনন্দন জানায়নি পাকিস্তান, খোলসা করল ইসলামাবাদ]

তবে আঙুল কাটার ফল অবশ্য ভালো হয়নি ওই যুবকের জন্য। চপারের সাহায্যে আঙুল কাটার পর বিপুল পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে ওই যুবকের। অনেক চেষ্টা করেও রক্ত বন্ধ করা যায়নি। এর পর ওই যুবকের পরিবার তাঁকে নিয়ে স্থানীয় হাসপাতালে গেলেও বিশেষ ফল হয়নি। সেখানে প্রাথমিক চিকিৎসা করানোর পর তাঁকে নিয়ে যাওয়া হয় অম্বিকাপুর মেডিক্যাল কলেজে। সেখানে অস্ত্রোপচার হয় ওই যুবকের হাতে। ডাক্তাররা আঙুল জোড়া দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। বর্তমানে ওই যুবক বিপদসীমার বাইরে রয়েছেন বলে জানিয়েছেন ডাক্তাররা।

[আরও পড়ুন: এক্সিট পোলের মাধ্যমে শেয়ার বাজারে কেলেঙ্কারির অভিযোগ, অথচ দাম বেড়েছে রাহুলের শেয়ারেরই]

এমন কাণ্ড ঘটিয়ে বিজেপি ভক্ত ওই যুবকের দাবি, ‘প্রিয় দলকে হারতে দেখে মন খারাপ হয়ে গিয়েছিল। তাই এলাকার ওই জাগ্রত কালী মন্দিরে গিয়ে বিজেপির জয়ের জন্য প্রার্থনা করি। সন্ধ্যের দিকে ফলাফল স্পষ্ট হওয়ার পর আমি আমার হাতের আঙুল মায়ের উদ্দেশে উৎসর্গ করেছি। আমি খুশি যে এনডিএ জোটকে সঙ্গে নিয়ে বিজেপি ফের সরকার গড়ছে। তবে আমি আরও খুশি হতাম এনডিএ যদি ৪০০ পার করত।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement