Advertisement
Advertisement

Breaking News

স্ত্রীর জন্য মুসলিম থেকে হিন্দু হয়েও হেনস্তা, হাই কোর্টের দ্বারস্থ যুবক

তরুণীর পরিবারের তরফে হুমকি দেওয়ার অভিযোগ৷

Chhattisgarh: Family held daughter hostage for marrying Muslim man
Published by: Sayani Sen
  • Posted:August 20, 2018 8:12 pm
  • Updated:August 20, 2018 8:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে করার জন্য ধর্ম বদলে হিন্দু হয়ে যান ছত্তিশগড়ের বছর তেত্রিশের এক ব্যক্তি৷ পরিবারের অমতে এরপর হিন্দু ধর্মাবলম্বী ২৩ বছরের এক তরুণীকে বিয়ে করেন তিনি৷ কিন্তু তাতেও সমস্যা থেকে রেহাই মিলল না ওই ব্যক্তির৷পরিবারের চাপে জর্জরিত ওই নবদম্পতি৷

[দিল্লির এইমসে আগুন, আতঙ্কে রোগী ও কর্মীরা]

বছর তিনেক আগেই ছত্তিশগড়ের বাসিন্দা অঞ্জলি জৈনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মহম্মদ ইব্রাহিম সিদ্দিকির৷ ধীরে ধীরে তৈরি হয় ঘনিষ্ঠতা৷ সিদ্ধান্ত নেন বিয়ে করবেন দু’জনে৷ ইতিমধ্যেই ভিন ধর্মের প্রাপ্তবয়স্ক যুবক-যুবতীর বিয়েকে বৈধ বলে ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত৷ অঞ্জলিকে বিয়ে করতে নিজের ধর্ম বদল করেন মহম্মদ ইব্রাহিম সিদ্দিকি৷ হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি৷ ধর্মান্তরের পরেও অঞ্জলির পরিবার ওই যুবককে জামাই হিসাবে মানতে পারেননি৷ বাড়ি থেকে অন্যত্র বিয়ের জন্য অঞ্জলিকে চাপ দেওয়া শুরু হয়৷ তাই বাধ্য হয়ে ২৫ ফেব্রুয়ারি ছত্তিশগড়ের আর্যসমাজ মন্দিরে বিয়ে করেন দু’জনে৷ বিয়ের কথা বাড়িতে জানাননি অঞ্জলি৷ বাড়ি থেকে বেরিয়ে এসে স্বামীর সঙ্গে থাকতে শুরু করেন তিনি৷ অঞ্জলির স্বামীর অভিযোগ,  ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত চার মাসের মধ্যে একাধিকবার স্ত্রীর বাপেরবাড়ির লোকজন হুমকি দেয় তাঁকে৷ দু’জনকে আলাদা করে দেওয়ার পরিকল্পনা করা হয়৷ এরপর ৩০ জুন পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়৷ অভিযোগ, থানায় তুলে নিয়ে গিয়ে চাপ দিয়ে স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ রেকর্ডও করা হয়৷ বেশ কয়েকদিন হোমেই কাটান অঞ্জলি৷

Advertisement

[আগামী সপ্তাহের মধ্যেই পঞ্চায়েত মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টে]

পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন অঞ্জলির স্বামী৷ ছত্তিশগড় হাই কোর্টে পিটিশন দাখিল করেন তিনি৷ হাই কোর্টের নির্দেশ অনুযায়ী হোম থেকে মুক্তি পান অঞ্জলি৷ আপাতত একসঙ্গে সংসার করছেন দু’জনে৷ এর আগে একই ঘটনার সাক্ষী হয়েছিলেন কেরলের বাসিন্দা এক হিন্দু তরুণী৷ মুসলমান ধর্মাবলম্বী এক যুবককে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হন তিনি৷ হাজারও সামাজিক সমস্যা পেরিয়ে আপাতত একসঙ্গেই রয়েছেন দু’জনে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement