Advertisement
Advertisement

Breaking News

Chhattisgarh

চলন্ত বাইকে প্রেমিকের কোলে বসে তরুণী, পুলিশের সামনেই উদ্দাম রোম্যান্স! তার পর…

ভাইরাল হয়েছে ছত্তিশগড়ের যুগলের ভিডিও।

Chhattisgarh Couple Hug While Riding Bike
Published by: Kishore Ghosh
  • Posted:May 13, 2024 7:34 pm
  • Updated:May 13, 2024 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একালে নাগরিক সচেতনতা তথা ‘স্থান-কাল-পাত্রে’র অস্তিত্ব কি সংকটে?এই প্রশ্ন তুলে দিল ছত্তিশগড়ের (Chhattisgarh) একটি ভাইরাল ভিডিও। যেখানে দেখা গেল চলন্ত বাইকেই চুটিয়ে রোম্যান্সে মত্ত প্রেমিক-প্রেমিকা! হাইওয়ে দিয়ে ছুটে চলা বাইক চালাচ্ছেন যুবক। আর তাঁর সামনে বসে রয়েছেন প্রেমিকা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। বাইকের পিছনে নয়, সামনের ট্যাঙ্কে প্রেমিককে জড়িয়ে বসে রয়েছেন তরুণী। সোশাল মিডিয়ায় যুগলের ভিডিও ভাইরাল হয়। বিপজ্জনকভাবে বাইক চালানোয় কড়া ব্যবস্থা নিল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্তিশগড়ের জাশপুরে হাইওয়েতে দেখা গিয়েছে ওই যুগলকে। একটি কেটিএম বাইকের সামনে দিকে তেলের ট্যাঙ্কে প্রেমিককে জড়িয়ে বসেছিলেন তরুণী। যুবকের মাথায় হেলমেট থাকলেও তরুণীর মাথায় ছিল না। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি বিপজ্জনক ওই রোম্যান্টিক স্টান্ট। খোদ জশপুরের এসপি শশী মোহন সিংয়ের চোখে পড়ে যায় এই ঘটনা। ওই সময় ওই রাস্তায় নিজের গাড়িতে ছিলেন তিনি। গাড়ি থেকে তরুণ-তরুণীর কেরামতি ভিডিও করেন। পরে তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

Advertisement

 

[আরও পড়ুন: নিরাপত্তা চেয়েও পাননি, গরুপাচার নিয়ে রিপোর্ট প্রকাশের পরই যোগীরাজ্যে খুন সাংবাদিক]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম বিনয়। ট্রাফিক আইনে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। অন্যদিকে ভিডিও ভাইরাল হতেই যুগলের নিন্দায় সরব হয়েছে নেটিজেনরা। অনেকেই হেলমেট না পরার জন্যও সমালোচনা করেছেন। এসপি শশী মোহন সিং বলেন, ‘কুঙ্কুরি থেকে যশপুর যাওয়ার পথে যুগলকে বিপজ্জনক স্টান্ট করতে দেখি। তাঁদের থামাই এবং জিজ্ঞাসাবাদ করি। ওঁরা আমাদের জানায় যে মায়ালি বাঁধ দেখতে এসেছিল। আমরা ব্যবস্থা নিয়েছি।’ পাশাপাশি পুলিশের তরফে সাধারণ নাগরিকদের বার্তা দেওয়া হয়, এই ধরনের বিপজ্জনক স্টান্ট থেকে বিরত থাকুন।

 

[আরও পড়ুন: ‘এমন কাউকে ভোট দেবেন না, যার গায়ে দুর্নীতির দাগ’, ফের আন্নার নিশানায় কেজরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement