সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে দিনরাত সম্প্রীতির মালা জপছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। দেশের মাটিতে তো বটেই, বিদেশে গিয়েও বিজেপির হিন্দুত্বের মুন্ডুপাত করছেন। অন্যদিকে তাঁরই দলের এক শীর্ষস্থানীয় নেত্রী বলছেন, ‘হিন্দু রাষ্ট্র চাই। সেই লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে লড়াই করতে হবে।’
ছত্তিশগড়ের কংগ্রেস (Congress) নেত্রী তথা বিধায়ক অনিতা শর্মা গত শুক্রবার পুরীর শঙ্করাচার্যের জন্মতিথি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বলেন,”আমরা যে যেখানেই থাকি, সবার উচিত হিন্দু রাষ্ট্রের জন্য আওয়াজ তোলা। আমাদের হিন্দুদের হয়ে কথা বলতে হবে। হিন্দু রাষ্ট্র (Hindu Rastra) অর্জন করা তখনই সম্ভব হবে যখন সব হিন্দু একত্রিত হবে।” কংগ্রেসে নেত্রীর সেই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শুরু হয়েছে বিতর্কও।
কংগ্রেস নিজেদের ধর্মনিরপেক্ষ দল বলে দাবি করে। বিজেপির (BJP) হিন্দুত্বের প্রবল বিরোধিতাও করে। কংগ্রেসের প্রধান মুখ রাহুল গান্ধী সম্প্রীতির বাণী নিয়ে গোটা দেশ ঘুরে এলেন। অথচ সেই দলের নেত্রী প্রকাশ্যে হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করছেন। আরও তাৎপর্যপূর্ণ হল, দল তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে কোনও ব্যবস্থা নেয়নি। শুধু ওই নেত্রীর মতকে, তাঁর ব্যক্তিগত মতামত বলে ছেড়ে দেওয়া হয়েছে।
যদিও পরে ওই কংগ্রেস নেত্রী নিজের বক্তব্যের সাফাই দিয়েছেন। তাঁর বক্তব্য,”আমাদের দেশে বহু ভিন্ন ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বাস করেন। আমরা সেই সম্প্রীতি ভাঙতে চাই না। আমাদের নেতা রাহুল গান্ধী গোটা দেশকে একত্রিত করার জন্য ভারত জোড়ো যাত্রাও করেছেন। আসলে বিজেপিরই কিছু মানুষ আমাদের সমাজকে ভাঙতে চাইছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.