সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে মাওবাদীদের হাতে খুন হলেন ছত্তিশগড়ের (Chhattisgarh) এক বিজেপি (BJP) নেতা। তিন দিন পরেই রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে গেরুয়া নেতার হত্যাকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ছত্তিশগড়ে। খবর পেয়ে নেতার দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।
#WATCH | BJP Chhattisgarh in charge, Om Prakash Mathur says, “While Ratan Dubey he was chairing a meeting with the party workers in an interior village, was attacked by the Naxals…I appeal to the party workers & leaders that we will take revenge for this by winning the… https://t.co/ibZF2HBsIX pic.twitter.com/N0aFGCuDvT
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) November 4, 2023
ছত্তিশগড়ে দুই দফায় ভোটগ্রহণ ৭ ও ১৭ নভেম্বর। গেরুয়া শিবিরের হয়ে ভোটের প্রচার চালাচ্ছিলেন বিজেপি নেতা রতন দুবে। নারায়ণপুর জেলা সংগঠনের সহ-সভাপতি রতন। পুলিশ জানিয়েছে, শনিবার কৌশলনর এলাকায় মাওবাদীরা হত্যা করেছে করেছে বিজেপি নেতাকে। এক সময়ে জেলা পঞ্চায়েতের সদস্যও ছিলেন এই বিজেপি নেতা। খবর পেয়ে ঘটনাস্তলে পৌছেছে পুলিশের একটি দল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কৌশলনর মাওবাদী উপদ্রুত এলাকা। বিজেপির দাবি, একটি প্রান্তিক গ্রামে ভোটের প্রচার চালানোর মাঝেই হামলা হয়েছে নেতার উপরে। তাঁকে হত্যা করে পালায় দুষ্কৃতীরা। উল্লেখ্য, ছত্তিশগড়ে প্রথম দফায় ২০টি আসনে নির্বাচন হবে ৭ নভেম্বর মঙ্গলবার। ওই ২০ আসনের মধ্যে ১২টি আসনই মাওবাদী উপদ্রুত বস্তার ডিভিশনের অন্তর্ভুক্ত। ১৭ নভেম্বর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ৭০ আসনে। ফল ঘোষণা ৩ ডিসেম্বর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.