Advertisement
Advertisement

Breaking News

Chennai

ব্লেডে ফালা-ফালা শরীর, শিকলে বেঁধে তরুণীকে জ্যান্ত পুড়িয়ে খুন করল সমকামী প্রেমিক!

জন্মদিনে 'সারপ্রাইজ' দেওয়ার নামে খুন করা হয় তরুণীকে।

Chennai Woman Burnt Alive By Classmate | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 25, 2023 4:51 pm
  • Updated:December 25, 2023 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহপাঠী তথা ভালোবাসার মানুষের হাতেই জন্মদিন নৃশংসভাবে খুন হলেন চেন্নাইয়ের (Chennai) সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণী। শিকলে বেঁধে ব্লেড ফালা-ফালা করে গায়ে পেট্রল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারা হয় ওই তরুণীকে। অভিযুক্ত তরুণীকে বিয়ে করবেন বলে লিঙ্গ বদলের অস্ত্রপচার করান। তাঁরা একসঙ্গেই থাকছিলেন। তার পরে এই কাণ্ড কেন এখনও পর্যন্ত স্পষ্ট নয় পুলিশের কাছে। গ্রেপ্তার করে জেরা করা হচ্ছে অভিযুক্তকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি দক্ষিণ চেন্নাই শহরতলি কেলাবক্কমের। ২৪ বছরে তরুণী আর নন্দিনীকে নৃশংসভাবে হত্যায় অভিযুক্ত প্রাক্তন সহপাঠী সমকামী সঙ্গী ভেত্রিমরণ ওরফে পান্ডি মহেশ্বরী। নন্দিনীকে বিয়ে করবেন বলেই ভেত্রিমরণ অস্ত্রপচার করে লিঙ্গ পরিবর্তন করেন। দুজনেই সফটঅয়্য়ার ইঞ্জিনিয়ার। চেন্নাই শহরে একসঙ্গে থাকছিলেন। চাকরি করতেন একটি আইটি সংস্থায়।

Advertisement

 

[আরও পড়ুন: ৩ রাজ্যে ‘ইন্ডিয়া’র শরিকদের সঙ্গে জোট হয়নি কেন? হারের ব্যাখ্যা চাইলেন রাহুল]

যদিও নন্দিনীর জন্মদিনে যুগল সম্পর্ক নাটকীয় মোড় নেয়। এদিন রাতে সারপ্রাইজ দেবেন বলে নন্দিনীকে চোখ বন্ধ করতে বলেন ভেত্রিমরণ। এর পরেই শিকল দিয়ে বেঁধে নৃশংসভাবে হত্যা চালায় ভেত্রিমরণ। ব্লেড দিয়ে ফালা-ফালা করে গায়ে পেট্রল ঢেলে নন্দিনীকে পুড়িয়ে দেন অভিযুক্ত। প্রতিবেশীরা তরুণীকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় তাঁর। অন্যদিকে অভিযুক্ত রূপান্তকামীকে গ্রেপ্তার করে জেরা করা হচ্ছে। উভয়ের মাঝে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছি কি না খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: মদ কেনার টাকা দেয়নি কেন, মেজাজ হারিয়ে মাকেই খুন যুবকের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement