Advertisement
Advertisement
নগ্ন ছবি

নগ্ন ছবির বদলে পাঁচতারা হোটেলে চাকরির টোপ, কুপ্রস্তাব দিয়ে শ্রীঘরে ইঞ্জিনিয়ার

সম্মানহানির ভয়ে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী৷

Chennai Techie Made Women Send Nude Pics For 5-Star Hotel Job
Published by: Sayani Sen
  • Posted:August 25, 2019 4:29 pm
  • Updated:August 25, 2019 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচতারা হোটেলে চাকরি চান? তাহলে আপনাকে পাঠাতে হবে নগ্ন ছবি৷ বেশ কয়েকজন মহিলাকে এই প্রস্তাব দিয়ে বিপাকে চেন্নাইয়ের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার৷ কুপ্রস্তাব দেওয়ার ফলে আপাতত শ্রীঘরে অভিযুক্ত যুবক৷

[আরও পড়ুন: বেঙ্গালুরুতে গিয়ে খুন কলকাতার মডেল, গ্রেপ্তার ক্যাব চালক]

প্রদীপ নামে ওই যুবক চেন্নাইয়ের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার৷ তার সঙ্গে এক তরুণীর দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়৷ প্রায় দিনরাতই কথাবার্তা বলত দু’জনে৷ পড়াশোনা শেষ করে ওই তরুণী চাকরি খুঁজছিলেন৷ অভিযোগ, প্রদীপ আশ্বাস দিয়েছিল পাঁচতারা হোটেলে চাকরির ব্যবস্থা করে দেবে৷ তবে শর্তও রেখেছিল ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার৷ তরুণীর প্রদীপের বিরুদ্ধে অভিযোগ, পাঁচতারা হোটেলে চাকরি করার জন্য শারীরিক গঠন ভাল হওয়া প্রয়োজন বলে জানায়৷ এই যুক্তি দেখিয়ে সে তরুণীর নগ্ন ছবি চায়৷ প্রদীপকে ততদিনে অবশ্য বিশ্বাস করে ফেলেছিলেন তরুণী৷ তাই কোনও প্রশ্ন না করেই প্রদীপকে নগ্ন ছবি পাঠিয়েও দিয়েছিলেন তিনি৷ এরপর তরুণীর সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছিল প্রদীপ৷

Advertisement

[আরও পড়ুন: একইসঙ্গে তিনটি সরকারি চাকরি! ৩০ বছর পর ফাঁস কর্মচারীর জারিজুরি]

এদিকে, সম্মানহানির ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ওই তরুণী৷ তাই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি৷ অভিযোগ পাওয়ার পরেই গত বৃহস্পতিবার প্রদীপকে গ্রেপ্তার করে পুলিশ৷ জেরায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছে ধৃত৷ প্রদীপের মোবাইল ঘেঁটে অন্তত ৬০টি নগ্ন ছবি পাওয়া গিয়েছে৷ শুধু ওই তরুণীই নয়, এভাবে অনেকজনকে প্রস্তাব দিয়েছে বলেও জেরায় জানায় ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার৷ ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা হাতানোর ছক ছিল বলেও পুলিশকে জানায় অভিযুক্ত৷ তবে তরুণী পুলিশের দ্বারস্থ হওয়ায় বানচাল হয়ে গিয়েছে ফন্দি৷ প্রতারিত অন্যান্য মহিলাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তদন্তকারীরা৷ এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement