Advertisement
Advertisement

Breaking News

সারমেয়, যৌন নির্যাতন, puppies

দিনের পর দিন সারমেয়দের যৌন নির্যাতন, গ্রেপ্তার অভিযুক্ত

যৌনতার জন্য সারমেয়ই পছন্দ, জেরায় স্বীকার অভিযুক্তের৷

Chennai police have arrested a man for sexually assaulting puppies
Published by: Sayani Sen
  • Posted:March 30, 2019 5:26 pm
  • Updated:March 30, 2019 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিকৃতকামীদের হাত থেকে রেহাই পাচ্ছে না আট থেকে আশি কেউই৷ নিরাপদ নয় সারমেয়রাও৷ এমনই এক ঘটনার সাক্ষী রইল চেন্নাই৷ চারটি সারমেয়কে দিনের পর দিন যৌন নির্যাতন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে৷ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে৷ সারমেয়দের চিকিৎসার বন্দোবস্ত করেছেন পশুপ্রেমীরা৷

[ আরও পড়ুন: শুটিংয়ে স্টান্টের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত্যু মা-মেয়ের]

চেন্নাইয়ের মাধাভারম মিল্ক কলোনি এলাকার একটি মাঠে চারটি সারমেয়র বাস৷ প্রতিদিন রাতেই চিৎকার চেঁচামেচি শুরু করত তারা৷ হয় তো রাতের অন্ধকারে কাউকে দেখে ভয়ে এমন আচরণ করে তারা, এমনই ভাবতেন সাই ভিগনেশ৷ স্থানীয় বাসিন্দা ভিগনেশ, সমাজকর্মী হিসাবে পরিচিত৷ তবে গত ১৪ মার্চ এক্কেবারে তাজ্জব হয়ে যান তিনি৷ তাঁর অভিযোগ, বছর তিরিশের এক যুবককে ওই সারমেয়দের ধর্ষণ করতে দেখেন৷ তড়িঘড়ি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ তবে সমাজকর্মীর অভিযোগ, পুলিশ অভিযোগ পাওয়ার পরেও কোনও ব্যবস্থা নেয়নি৷ বাধ্য হয়ে প্রমাণ সংগ্রহের চেষ্টা করতে থাকেন ভিগনেশ৷ যে জায়গায় সারমেয়দের ধর্ষণ করছিল ওই যুবক, সেই জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন সমাজকর্মী৷ ওই ফুটেজ নিয়ে আবারও পুলিশের দ্বারস্থ হন তিনি৷ প্রমাণ নিয়ে যাওয়ার পর যদিও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়৷ তড়িঘড়ি তাকে গ্রেপ্তার করা হয়৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলা রুজু করা হয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: দুর্নীতির অভিযোগ, বরখাস্ত আরপিএফের এক সিনিয়র কমান্ড্যান্ট ও দুই ইনস্পেক্টর]

ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে যৌনতায় মেতে ওঠার জন্য সারমেয়দেরই বেশি পছন্দ করে ওই যুবক৷ এই প্রথমবার নয়৷ এর আগেও একাধিকবার সে সারমেয়কে ধর্ষণ করেছে বলেও জেরায় স্বীকার করেছে অভিযুক্ত৷ আপাতত জেল হেফাজতেই রাখা হয়েছে তাকে৷ ধৃতকে মনোবিদের কাছে পাঠানোর চিন্তাভাবনা করছেন আধিকারিকরা৷ 

[ আরও পড়ুন:  বদলায় খুশি পুলওয়ামা কাণ্ডে শহিদের পত্নী, ফের মোদিকে প্রধানমন্ত্রী চান বাবা]

এর আগে চেন্নাইয়ের মতোই নারকীয় ঘটনার সাক্ষী রয়েছে বাণিজ্য নগরীর মালভানি চার্চ লাগোয়া এলাকা৷ গত বছরের নভেম্বরে মদ্যপ চার যুবকের যৌন নির্যাতনের শিকার হয় এক পথকুকুর৷ অত্যাচারে প্রাণও হারায় ওই সারমেয়টি৷ ঘটনার নিন্দায় সরব হন পশুপ্রেমীরা৷ অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়৷ সমাজকর্মীদের দাবি, চার অভিযুক্তের শাস্তিতেও শিক্ষা নেই বিকৃতকামীদের৷ তাই আবারও চেন্নাইয়ে যৌন নির্যাতনের শিকার হতে হল সারমেয়দের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement