সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ সেবার সুযোগ পেলে পার্টিকর্মীদের ইনসেনটিভ! নির্বাচনের সময় ভোটারদের প্রভাবিত করতে রাজনৈতিক দলগুলির তরফে উপঢৌকনের চল রয়েছে দক্ষিণের রাজ্যগুলিতে। সেই তালিকা দীর্ঘ – টেলিভিশন সেট থেকে দামি মদ কিংবা শাড়ি। তবে এবার তারা আরও দরাজ হস্ত। সাধারণ ভোটার নয়, ভোটকর্মীদের জন্য ‘দুর্দান্ত উপহার’ ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলি।
দলের যে কর্মীরা প্রার্থীর জয়ের জন্য ভোট নিশ্চিত করতে পারবেন, তাঁরা সোনার আংটি-চেন, রেফ্রিজারেটার, মোটরবাইক এমনকী বিদেশ ভ্রমণেরও সুযোগ পেতে পারেন। এমনকী এক কোটি টাকা পর্যন্ত নগদ পুরস্কারের ঘোষণাও রয়েছে। তামিলনাড়ুর আরাক্কোনম কেন্দ্রের ডিএমকে প্রার্থী এস জগৎরক্ষণন কোনও রাখঢাক না করেই দলের নেতা-কর্মীদের জন্য নগদ এক কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন। ভেলোর কেন্দ্রের প্রার্থী হয়েছেন ডিএমকের কোষাধ্যক্ষ এস দুরাইমুরুগানের ছেলে কাথির আনন্দক। দুরাইমুরুগান তাঁর ছেলেকে জেতাতে ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছেন। অর্থাৎ যে বিধানসভা এলাকা থেকে সবচেয়ে বেশি লিড পাবেন, সেখানকার নেতারা ওই টাকা পাবেন। কম যান না তাঁরই নিকটতম প্রতিদ্বন্দ্বী ভেলোর কেন্দ্রের এআইএডিএমকে প্রার্থী এ সি সন্মুগম। তাঁর পুরস্কার ঘোষণাতেই রয়েছে ছ’টি বুলেট বাইক, দেশে এবং বিদেশে থাকা খাওয়ার খরচ-সহ বেড়ানোর টিকিট।
দুই দলের তরফেই বলা হয়েছে, পুরস্কার ঘোষণার পর থেকেই দলীয় কর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন। ঝাঁপিয়ে পড়েছেন নিজের দলের প্রার্থীকে জেতাতে। কারণ লিড যত বেশি হবে, উপহারের বহরও তত বেশি হবে। আর ভাগ্য সুপ্রসন্ন হলে প্রার্থীর খরচে ঘুরে আসতে পারবেন বিদেশেও। তবে শর্ত একটাই, শুধু লিড বেশি হলেই হবে না, প্রার্থীকে জেতাতেও হবে। বিষয়টি নজরে এসেছে নির্বাচন কমিশনেরও। এই প্রার্থীদের উপর কড়া নজর রেখেছে কমিশন। ভেলোরের নির্বাচনী আধিকারিকের মাধ্যমে খবর পেয়ে শনিবারই কাথির কাটপাডি এলাকার বাসভবনে যান কমিশনের আয়কর দপ্তরের কর্মী-অফিসাররা। বাড়ির পাশাপাশি কাথির মালিকানাধীন একটি স্কুল এবং তাঁর এক ঘনিষ্ঠ অনুগামীর বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা। কমিশনের এক কর্তা জানিয়েছেন, ওই অভিযানে মোট ১৯ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.