সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচদিন আগে দক্ষিণ ভারতে দুটি কার্গো জাহাজের ধাক্কায় সমুদ্রের জল ভরে গিয়েছিল খনিজ তেলে। আর ঠিক তারপর থেকেই মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী ও গাছপালার মৃত্যু হতে থাকে। এন্নোর পোর্টের তেল লিকের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক পরিবেশ দূষণ হয় গত কয়েকদিনে।
কিন্তু ইতিমধ্যেই প্রশাসন এবং ভারতীয় কোস্ট গার্ডরা সমুদ্র থেকে প্রায় ৬০ টন তেল নিকেশ করেছে। কোস্ট গার্ড আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও ২০ টন তেল রয়েছে সমুদ্রে। যত দ্রুত সম্ভব সেই তেল নিকেশের চেষ্টা চলছে। সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবি এবং জেলেরাও সমুদ্র পরিষ্কারের কাজে এগিয়ে এসেছেন বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি দুটি কার্গো জাহাজের ধাক্কা লাগায় তেল লিকের ঘটনা ঘটে। সমুদ্রের জলে প্রচুর পরিমাণ তেল মিশে যাওয়ায় অক্সিজেনের অভাবে সামুদ্রিক প্রাণী এবং গাছপালার মৃত্যু হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.