ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুনোর (Kuno National Park) পরে নয়া বাসস্থান পেতে চলেছে ভারতের চিতারা। কয়েকদিন আগেই একসঙ্গে সাতটি শাবকের জন্ম দিয়েছিল দুটি চিতা। তার পরেই জানা গেল, ভারতে আরও বেশি চিতা আনার পরিকল্পনা রয়েছে সরকারের। সেই জন্যই কুনোর পরে বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হবে। দক্ষিণ আফ্রিকা থেকে বিশেষ দল এসে নতুন বাসস্থানের ব্যবস্থা খতিয়ে দেখবে বলেই সূত্রের খবর।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশেই (Madhya Pradesh) চিতাদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হবে। ৩৬৮ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে গান্ধী সাগর অভয়ারণ্যে রাখা হতে পারে চিতাদের। অভয়ারণ্যের আশেপাশে আরও আড়াই হাজার বর্গ কিলোমিটার জায়গা রয়েছে। সবমিলিয়ে, চিতাদের বংশবিস্তারের জন্য এই জায়াগটিকেই আদর্শ বলে মনে করছেন বনবিভাগের আধিকারিকরা। ইতিমধ্যেই ওই এলাকায় তোড়জোড় চলছে জোর কদমে। আগামী মাসে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল এসে গান্ধী সাগর অভয়ারণ্য খতিয়ে দেখবেন। তার পরে আরও বেশি চিতা (Cheetah) ভারতে আনার বিষয়টি নিয়ে আলোচনা হবে।
আধিকারিক সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকা থেকে যে চিতাদের আনা হবে তারা থাকবে গান্ধী সাগরেই। এছাড়াও দিনকয়েক আগে কুনোতে যে সাতটি শাবকের জন্ম হল, তারা একটু বড় হয়ে গেলে বনে ছেড়ে দেওয়া হবে। তার আগে আবহাওয়ার সঙ্গেও মানিয়ে নিতে পারবে শাবকগুলো। উল্লেখ্য, গান্ধী সাগর অভয়ারণ্যের প্রস্তুতি অন্তত ৯০ শতাংশ হয়ে গিয়েছে। কুনো থেকে আরও ৬ ঘণ্টা দূরত্বে এই অভয়ারণ্যেই চিতাদের বংশবিস্তারের পরিকল্পনা চলছে।
প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর পরিকল্পনা মেনে আফ্রিকার একাধিক দেশ থেকে ভারতে চিতা আনা হয়। ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয় কুনোর জঙ্গলে। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আসে ভারতে। তবে তার মধ্যে বেশ কয়েকটি চিতার মৃত্যু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.