সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুনোয় সুখবর আনল চিতা নিরভা। পাঁচটি শাবকের জন্ম দিয়েছে সেটি। এর ফলে কুনো জাতীয় উদ্যানে চিতার সংখ্যা বেড়ে হল ২৯। কুনো জাতীয় উদ্যানে নতুন পাঁচটি চিতার আবির্ভাবের কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব। চিতার বংশবৃদ্ধির বিষয়টিকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে সাড়ে পাঁচ বছর বয়সে আনা হয়েছিল নিরভা নামের চিতাটিকে। গত বছর দু’টি শাবকের জন্ম দিয়েছিল সে। যদিও তারা বাঁচেনি। এবার তাই অনেক বেশি সতর্ক কর্তৃপক্ষ। এক্স হ্যান্ডলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব লেখেন, “চিতা প্রকল্পের সাফল্য আসলে ভারতের জীববৈচিত্র্যকেই প্রমাণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলকে পৌঁছচ্ছে ভারত।”
নিরভার নতুন পাঁচ শাবক জন্মের পরে ভারতের মোট চিতার সংখ্যা দাঁড়াল ৩১। শুধু কুনো জাতীয় উদ্যানে চিতার সংখ্যা ২৯। এর মধ্যে ১৯টি শাবক এবং ১০টি পূর্ণ বয়স্ক। সম্প্রতি দুটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতা পওয়ক ও প্রভাসকে গান্ধী সাগর বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে সরানো হয়েছে। জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ এপ্রিল পাঁচটি শাবকের জন্ম দিয়েছে নিরভা। যদিও রবিবার পশু চিকিৎসকেরা শাবকদের ভিডিও সংগ্রহ করার পরে এই বিষয়ে নিশ্চিত হন।
উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে নামিবিয়া থেকে ৮টি চিতাকে আনা হয়েছিল কুনো জাতীয় উদ্যানে। এদের মধ্যে পাঁচটি স্ত্রী এবং তিনটি পুরুষ। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতাকে আনা হয়েছিল কুনোয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.