Advertisement
Advertisement
Cheetah

ফের খুশির হাওয়া কুনোতে, ৫ শাবকের জন্ম দিল চিতা গামিনী

শাবক-সহ কুনোয় মোট চিতাবাঘের সংখ্যা দাঁড়াল ২৬। 

Cheetah Gamini gives birth to 5 cubs in Kuno park

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 11, 2024 2:24 pm
  • Updated:March 11, 2024 9:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খুশির হাওয়া মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। দক্ষিণ আফ্রিকা আনা চিতা গামিনী পাঁচটি শাবকের জন্ম দিয়েছে। রবিবার পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদব এই সুখবর দিয়েছেন। এর ফলে ভারতে জন্ম নেওয়া চিতা শাবকের সংখ্যা বেড়ে হল ১৩। আর শাবক-সহ কুনোয় মোট চিতাবাঘের সংখ্যা দাঁড়াল ২৬। 

এদিন যাদব এক্স হ্যান্ডলে জানান, ‘মহিলা চিতা গামিনী, বয়স প্রায় ৫ বছর। দক্ষিণ আফ্রিকার সওয়ালু কালাহারি রিজার্ভ থেকে আনা গামিনী আজ ৫টি শাবকের জন্ম দিয়েছে। সকলকে অভিনন্দন, বিশেষ করে বন কর্মকর্তা, পশুচিকিৎসক এবং মাঠ কর্মীদের দল, যাঁরা চিতাদের জন্য একটি অনুকুল পরিবেশ নিশ্চিত করেছেন তাঁদের শুভেচ্ছা। সকলের প্রচেষ্টায় সফলভাবে মিলন এবং শাবকের জন্ম হয়েছে।’

Advertisement

[আরও পড়ুন: নির্বাচন কমিশনার গোয়েলের ইস্তাফা নিয়ে ধোঁয়াশা অব্যাহত, উঠছে হাজারও প্রশ্ন]

এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি নামিবিয়ান চিতা জ্বালা ৩টি শাবকের জন্ম দিয়েছিল। তার কয়েকদিন আগেই ৩ জানুয়ারি আশা নামে আরেকটি নামিবিয়ান চিতাও ৩টি সন্তানের জন্ম দিয়েছিল। তবে জানুয়ারিতে সাতটি শাবকের জন্ম হলেও ওই মাসেই শৌর্য নামে একটি প্রাপ্তবয়স্ক নামিবিয়ান চিতার মৃত্যুও হয়েছিল কুনোতে। 

উল্লেখ্য, ভারতের জঙ্গলে পুনরায় চিতা ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রকল্প অনুযায়ী ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে আটটি চিতা (Cheetah) আনা হয়েছিল ভারতে। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আসে ভারতে। যাদের রাখা হয় মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। কিন্তু গত কয়েক মাসে কুনো থেকে এসেছে একের পর এক চিতাদের মৃত্যু সংবাদ। বিতর্ক দানা বাঁধে চিতার গলায় থাকা রেডিও কলার নিয়ে। সম্প্রতি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্টও। শীর্ষ আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রকে।

[আরও পড়ুন: আচমকা তৃণমূলের পদ থেকে ইস্তফা সায়ন্তিকার, লোকসভায় টিকিট না পাওয়ায় সিদ্ধান্ত?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement