সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রধান তথা বিজেপি (BJP) সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা বলে আদালতে দাবি করলেন তাঁর আইনজীবী। তিনি বলেন, ব্রিজভূষণের বক্তব্য অনুযায়ী, যৌন উদ্দেশ্য ছাড়া মহিলাদের নাড়ি দেখা কখনওই অপরাধ নয়।
সুযোগ পেলেই মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার চেষ্টা করেন বলে অভিযোগ ব্রিজভূষণের বিরুদ্ধে। দিল্লি পুলিশের (Delhi Police) এই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় রাউজ অ্যাভিনিউ আদালতে শুনানির সময়ই ব্রিজভূষণের এমন বক্তব্যের কথা জানান তাঁর আইনজীবী।
যদিও পুলিশের তরফে দু’টি ঘটনার প্রমাণ দিয়ে বলা হয়, তাজিকিস্তানে প্রতিযোগিতা চলাকালীন ব্রিজভূষণ এক মহিলা কুস্তিগিরকে তাঁর ঘরে ডেকে এনে জোর করে আলিঙ্গন করেছিলেন। আর এক মহিলা কুস্তিগিরের শার্ট তুলে ধরে তাঁর পেটে আপত্তিকরভাবে হাত দিয়েছিলেন।
দেশের একাধিক শীর্ষস্থানীয় মহিলা কুস্তিগির তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। প্রাথমিকভাবে দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করছে না বলে অভিযোগ ওঠে। দিল্লির যন্তর মন্তরে ব্রিজভূষণের গ্রেপ্তারির দাবিতে দীর্ঘ দিন ধরে ধরনাও দেন কুস্তিগিররা। পরে, শীর্ষ আদালতের নির্দেশে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল দিল্লি পুলিশ। তবে, ব্রিজভূষণকে এখনও গ্রেপ্তার করা হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.