Advertisement
Advertisement
Arun Shourie

বড়সড় দুর্নীতির অভিযোগ, ১৮ বছরের পুরনো মামলায় বিপাকে প্রাক্তন মন্ত্রী অরুণ শৌরি

একসময় বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে প্রবল মোদি বিরোধী হিসেবে পরিচিত শৌরি।

Charge Ex-Minister Arun Shourie Over Rajasthan Palace Hotel Sale says CBI Court | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 18, 2020 10:29 am
  • Updated:September 18, 2020 10:29 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি হোটেল বিক্রিতে দুর্নীতির অভিযোগ। ১৮ বছরের পুরনো মামলায় নতুন করে বিপাকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি (Arun Shourie)। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হওয়া উচিত। মত সিবিআইয়ের বিশেষ আদালতের।

ঘটনাটি ২০০২ সালের। সেসময় বাজপেয়ী মন্ত্রিসভার বিনিয়োগ দপ্তরের মন্ত্রী ছিলেন অরুণ শৌরি। সেসময় তাঁর বিরুদ্ধে জলের দরে একটি বিলাসবহুল হোটেল বিক্রির অভিযোগ ওঠে। বিশেষজ্ঞদের ধারণা, রাজস্থানের উদয়নগরের লক্ষ্মী বিলাস প্যালেস হোটেলটির দাম কমবেশি ২৫২ কোটি হওয়া উচিত ছিল। কিন্তু শৌরির দপ্তর তা বিক্রি করে মাত্র সাড়ে সাত কোটি টাকায়। এত দামি হোটেল এত সস্তায় বিক্রি হল কেন? নেপথ্যে দুর্নীতির গন্ধ পায় বিরোধীরা। শৌরির বিরুদ্ধে তদন্তের দাবি ওঠে। শেষপর্যন্ত এই হোটেল বিক্রিতে দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশ দেওয়া হয় সিবিআইকে।

Advertisement

[আরও পড়ুন: কৃষি বিল ইস্যুতে NDA ছাড়ার পথে অকালিরা! মোদি বললেন, ‘কৃষকদের ভুল বোঝানো হচ্ছে’]

১৭ বছর তদন্তের পরও সিবিআই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি। যার ফলে গতবছর সিবিআইয়ের বিশেষ আদালতে এই মামলার তদন্ত বন্ধের আরজি জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। কিন্তু বৃহস্পতিবার আদালত সেই আরজি খারিজ করে দিয়েছে। সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতের বিচারক বলছেন, “এই হোটেল বিক্রিতে সরকারের প্রচুর লোকসান হয়েছে। ১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত কোনও না কোনও সরকারি আধিকারিক দুর্নীতিতে যুক্ত। এই হোটেলটির প্রতি স্কয়্যার ফুটে মাত্র ৪৫ টাকা দাম ধার্য করা হয়েছিল। এই বিলাসবহুল হোটেলের একটি চামচও হয়তো এর থেকে দামি।” সিবিআইয়ের ওই বিশেষ আদালত, কেন্দ্রীয় মন্ত্রী, এবং সেসময়ের দুই সরকারি আমলার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছে।

[আরও পড়ুন: তামিলনাড়ুতে ফের পুলিশের মারে যুবকের মৃত্যু! মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের]

উল্লেখ্য, একসময় বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও অরুণ শৌরি বর্তমানে প্রবল মোদি (Narendra Modi) বিরোধী। কেন্দ্রের বহু নীতির সমালোচনা করেছেন তিনি। তাঁর দাবি, যে সব অভিযোগে তাঁকে বিদ্ধ করা হয়েছে, তা ভিত্তিহীন। এবং নিয়ম মেনেই ওই লক্ষ্মী বিলাস প্যালেস বিক্রি করেছিলেন তিনি। এতে কোনও বেনিয়ম হয়নি। এই রায়ের বিরোধিতা করে রাজস্থান হাই কোর্টে আবেদন করারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement