Advertisement
Advertisement
Jammu and Kashmir

৬ বছর পরে জম্মু ও কাশ্মীর বিধানসভায় অধিবেশন, ৩৭০ ধারা বাতিল নিয়ে উত্তেজনা চরমে

সোমবারের গোটা অধিবেশনই ছিল ৩৭০ ধারা বাতিল সংক্রান্ত।

Chaos in J&K Assembly over resolution against Article 370 abrogation
Published by: Kishore Ghosh
  • Posted:November 4, 2024 4:53 pm
  • Updated:November 4, 2024 4:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ১০ বছর পরে বিধানসভা নির্বাচন হয়েছে জম্মু ও কাশ্মীরে। ভোটযুদ্ধে জয় পেয়ে সরকার গঠন করেছে ন্যাশনাল কনফারেন্স। মুখ্যমন্ত্রী হয়েছেন ওমর আবদুল্লা। যার পর সোমবার ৬ বছর পরে জম্মু ও কাশ্মীর বিধানসভায় অধিবেশন বসেছিল। প্রথম দিনের অধিবেশনেই ৩৭০ ধারা বাতিল নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হল। এদিন মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র বিধায়ক ওয়াহিদ পাররা ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করেন। এর বিরোধিতা শরু করে বিজেপি বিধায়কেরা। বিধানসভার স্পিকারও এমন প্রস্তাবের বিরোধিতা করেন। সব মিলিয়ে উত্তেজনা চরমে পৌঁছায়।

সোমবারের গোটা অধিবেশনই ছিল ৩৭০ ধারা বাতিল সংক্রান্ত। শুরুতে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিন‌হা লিখিত বক্তব্য পাঠ করেন। অঙ্গিকার করেন, রাজ্যের তকমা ফেরাতে সব ধরনের চেষ্টা চালাবে তাঁর সরকার। উল্লেখ্য, কাশ্মীরের সদ্য গঠিত মন্ত্রিসভাও ৩৭০ বাতিল করে রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের প্রস্তাব পাশ করে। রাজ্যপালের বক্তব্যেও সেই প্রসঙ্গ উঠে এল। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও বলেন, ২০১৯ সালে ৫ অগস্ট ৩৭০ ধারা বাতিলের যে সিদ্ধন্ত নেওয়া হয়েছিল, তা জম্মু ও কাশ্মীরের মানুষ পছন্দ করেনি।

Advertisement

এদিকে অধিবেশনের শুরুতেই এদিন ধ্বনিভোটে স্পিকার মনোনিত হন ন্যাশনাল কনফারেন্স বিধায়ক রহিম রাঠেদার। স্পিকার নির্বাচিত হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানান জম্মু ও কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক সুনীল শর্মা। উল্লেখ্য, ৯০ আসনের জম্মু ও কাশ্মীর বিধানসভায় ন্যাশনাল কনফারেন্স জিতেছে ৪২টি আসনে। বিজেপি জয়ী হয় ২৯টি আসনে। মাত্র ৩টি আসনে জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মেহবুবা মুফতির পিডিপিকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement