সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়মের গেরোয় আটকে কেরলের উপাসনা কলেজ অফ নার্সিংয়ের ছাত্রীদের জীবন৷ এতদিন শুধু পোশাকের উপর নিষেধাজ্ঞা ছিল৷ এবার নিষেধাজ্ঞা জারি করা হল পোশাক পরিবর্তনের উপর৷ আবাসিক এই কলেজের নতুন নির্দেশিকা, এবার থেকে পোশাক পরিবর্তন করার সময় বন্ধ করা যাবে না হস্টেলের ঘরের দরজা৷
বিমানবন্দরে মোদির বিমান নামতে না দেওয়ার হুমকি বিজেপি বিধায়কের
নির্দেশিকা জারির নেপথ্যের নায়ক কলেজের অধ্যক্ষ৷ তাঁর যুক্তি, পোশাক বদলের নাম করে ঘরের দরজা বন্ধ করে যথেচ্ছাচার করে ছাত্রীরা৷ কখনও মোবাইল ব্যবহার করে অনৈতিক কাজ করে৷ কখনও আবার সমকামিতায় লিপ্ত হয়৷ এই সমস্ত কিছুই রুখতে জারি হয়েছে নির্দেশিকা৷ পোশাক বদলের প্রয়োজন পড়লে কেবল তাঁরা ঘরের দরজা বন্ধ করে তার সামনে চেয়ার রেখে দিতে পারে৷
ফার্স্ট লুকে ‘বেগম জান’ বিদ্যা কতটা টক্কর দিলেন ঋতুপর্ণাকে?
এর আগেও অধ্যক্ষের এমন তুঘলকি সিদ্ধান্তের মুখে পড়তে হয়েছে ছাত্রীদের৷ লাইব্রেরিতেও নিষিদ্ধ করা হয়েছে ইন্টারনেট৷ কারণ অধ্যক্ষের অনুমান, লাইব্রেরিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিয়ে পর্ন দেখে ছাত্রীরা৷ অধ্যক্ষের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পড়ুয়ারা৷ তাঁর অপসারণের দাবিতে অন্দোলন চলছে গত শুক্রবার থেকেই৷ তবে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে৷
মাঝ আকাশে অসুস্থ বিমানসেবিকা, প্রাণ বাঁচালেন ভারতীয় চিকিৎসক
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.