Advertisement
Advertisement

Breaking News

Chandrayaan-3

চাঁদের দেশে আলো নিয়ে নামছে চন্দ্রযান, ফেসবুকে সরাসরি দেখতে পাবে গোটা দেশ

কখন দেখবেন লাইভ? রইল সমস্ত বিবরণ ও লিঙ্ক।

Chandrayaan 3 landing attempt on Aug 23 at 6:04pm; where to watch live? | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:August 21, 2023 4:20 pm
  • Updated:August 21, 2023 8:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশে ইতিহাস তৈরির পথে ভারত। সব ঠিক থাকলে বুধবার চাঁদের দেশে নামবে চন্দ্রযান! উপগ্রহটির ‘অন্ধকার দিক’ বা দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমের অবতরণ নিয়ে ইসরোর অন্দরে উত্তেজনার পারদ চরমে। অধীর আগ্রহে সেই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় গোটা দেশ। আর বিক্রমের অবতরণ ফেসবুকে সরাসরি দেখতে পাবে গোটা দেশ।

রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদে নামবে ল্যান্ডার বিক্রম। ইসরোর ওয়েবসাইট (isro.gov.in), ফেসবুক (facebook.com/ISRO), ইউটিউবে (https://www.youtube.com/watch?v=DLA_64yz8Ss) চন্দ্রযান-৩-এর অবতরণের সরাসরি সম্প্রচার করা হবে। বলে রাখা ভাল, চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যের আলো পৌঁছয় না। ফলে চির আঁধারে ডুবে থাকে সেই অঞ্চল। এখনও পর্যন্ত সেখানে কোনও দেশের যান সফলভাবে অবতরণ করতে পারেনি। তাই ইতিহাস তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে ইসরোর উৎকণ্ঠা এখন সপ্তমে।

Advertisement

[আরও পড়ুন: মিলেছে ল্যান্ডিংয়ের নিরাপদ স্থান? চন্দ্রপৃষ্ঠের বিপজ্জনক ছবি তুলল ল্যান্ডার ‘বিক্রম’]

গতকাল রবিবার চন্দ্রাভিযানে রাশিয়ার স্বপ্নভঙ্গের খবর প্রকাশ্যে আসে। জানা যায়, চাঁদের মাটিতে আছড়ে চুরমার হয়ে গিয়েছে লুনা-২৫। সেই ঘটনা চারবছর আগে চন্দ্রযান ২-এর স্মৃতি উসকে দিয়েছে। সেবার চাঁদের মাটিতে সফল অবতরণ করতে পারেনি ভারতের যান। পেটের ভিতর রোভার প্রজ্ঞানকে নিয়ে চন্দ্রপৃষ্টে আছড়ে পড়ে চুরমার হয়ে গিয়েছিল ল্যান্ডার বিক্রম।

[আরও পড়ুন: ‘ভুল শুধরে শিক্ষা, আরও সতর্ক চন্দ্রযান ৩’, বলছেন ইসরোর প্রাক্তন বিজ্ঞানী]

উল্লেখ্য, চাঁদের কাছাকাছি পৌঁছে যাওয়ায় সফট ল‌্যান্ডিংয়ের জন‌্য বেগ কমাতে শুক্রবার প্রথম ডিবুস্টিং প্রক্রিয়া শুরু করে বিক্রম। ইসরোর প্রাক্তন প্রধান কে শিবান জানিয়েছেন, বিক্রম নামের ল‌্যান্ডারটি স্বয়ংক্রিয় মোডে চলে গিয়েছে। সেটি আর বেঙ্গালুরুর অফিস থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement