Advertisement
Advertisement

Breaking News

মহাজোটের রণকৌশল রচনায় মমতার সাহায্য নিতে কলকাতায় চন্দ্রবাবু

আমন্ত্রণ জানাবেন মহাজোটের বৈঠকে৷

Chandrababu Naidu To Meet Mamata Banerjee
Published by: Tanujit Das
  • Posted:November 13, 2018 8:01 pm
  • Updated:November 13, 2018 8:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার নির্বাচনের আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন কার্যত অ্যাসিড টেস্ট বিভিন্ন রাজনৈতিক দলের কাছে৷ আর এরপরই অপেক্ষা করছে মহারণ৷ উনিশের লোকসভা নির্বাচন৷ যেখানে কেন্দ্রে শাসনে থাকা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে মাত দিতে চায় সকল বিরোধীরা এবং সেলক্ষ্যে অনেকদিন আগে থেকেই মহাজোটের পথ প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন বিরোধী নেতারা৷ প্রথম থেকেই যাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ড়ু৷ উনিশের রণকৌশল চূড়ান্ত করতে এবার মুখোমুখি বসতে চলেছেন এই দুই শীর্ষ নেতা৷

[চরম অর্থাভাবে অথৈজলে রাম মন্দির নির্মাণের কাজ]

Advertisement

সূত্রের খবর, আগামী ১৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে কলকাতায় আসছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ একান্তে তিনি বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ আগামী লোকসভা নির্বাচনে যাতে তৃণমূল কংগ্রেস মহাজোটের অন্তর্ভুক্ত হয় সেজন্য সমর্থন চাইবেন দলনেত্রীর৷ জানা গিয়েছে এরপরেই আগামী ২২ ডিসেম্বর রাজধানীতে বৈঠকে বসতে চলেছেন মহাজোটের অন্তর্ভুক্ত হতে পারে এমন দলগুলির সমস্ত শীর্ষ নেতারা৷ সেই বৈঠকেও উপস্থিত থাকার জন্য চন্দ্রবাবু আমন্ত্রণ জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ কেবল মমতাই নন, বিএসপি নেত্রী মায়াবতীকেও এই জোটে শামিল করতে চাইছেন তিনি৷ গত মাসের ২৭ তারিখ মায়াবতীর নয়াদিল্লির বাসভবনে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠকও করেছেন টিডিপি প্রধান৷ সূত্রের খবর, এখনও পর্যন্ত বিএসপি নেত্রীর তরফ থেকে কোনও ইতিবাচক বার্তা আসেনি। কিন্তু হাল ছাড়তে নারাজ তিনি৷

[সবরীমালা ইস্যুতে রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণ সুপ্রিম কোর্টের]

সম্প্রতি সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে বৈঠক করেন চন্দ্রবাবু নায়ডু৷ ২০০৪-এর মতো ২০১৯-এও সিপিএমকে মহাজোটে শামিল হওয়ার আহ্বান জানান তিনি৷ সূত্রের খবর, এক্ষেত্রে অনেকটাই তাঁর শর্তে সায় দিয়েছেন ইয়েচুরি৷ তবে পুরোটাই নির্ভর করছে পরবর্তী পরিস্থিতির উপরে৷ সম্প্রতি ডিএমকে নেতা স্টালিন ও শীর্ষ কংগ্রেস নেতা অশোক গেহলটের সঙ্গেও বৈঠক করেন চন্দ্রবাবু৷ তারও আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ, জেডিএস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর সঙ্গে বৈঠক হয়েছে তাঁর৷ রাজনৈতিক মহলের মতে, দুটি কারণে আগামী ২২ ডিসেম্বরে বৈঠকের দিকে নজর থাকবে সকলের৷ এক, উক্ত নেতাদের মধ্যে শেষপর্যন্ত কে কে ওই বৈঠকে হাজির থাকবেন তা দেখার জন্য৷ দুই, বিজেপি বিরোধিতা করতে গিয়ে কি শেষপর্যন্ত সিপিএম-এর সঙ্গেও একমঞ্চে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? এই কৌতূহল পূরণের জন্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement