Advertisement
Advertisement

Breaking News

Chandrababu Naidu

ফের অন্ধ্রের মুখ্যমন্ত্রী পদে ‘সিইও’ চন্দ্রবাবু, শপথ পবন কল্যাণ-নর লোকেশের

পবন কল্যাণকে উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া হতে পারে বলে সূত্রের দাবি।

Chandrababu Naidu takes oath as CM of Andhra Pradesh, NDA allies present
Published by: Subhajit Mandal
  • Posted:June 12, 2024 2:25 pm
  • Updated:June 12, 2024 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্থবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চন্দ্রবাবু নায়ডু। তিথি নক্ষত্র মেনে বুধবার সকাল ১১টা ২৭ মিনিট নাগাদ শপথ নেন নায়ডু। তাঁর সঙ্গে শপথ নিয়েছেন সুপারস্টার পবন কল্যাণ, চন্দ্রবাবুর ছেলে নর লোকেশ-সহ মোট ২২ জন মন্ত্রী।

এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে রীতিমতো শক্তিপ্রদর্শন করেছে এনডিএ। শপথগ্রহণের মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। শপথের পরই চন্দ্রবাবুকে আলিঙ্গন করেন মোদি। মঞ্চে জন সেনা প্রধান তথা সুপারস্টার পবন কল্যাণের হাতও ধরতে দেখা যায় মোদিকে। উপস্থিত ছিলেন সুপারস্টার চিরঞ্জীবীও। সার্বিকভাবেই এদিন নায়ডুর শপথের মঞ্চে এনডিএর ঐক্যের ছবি দেখা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: আর্থিক উন্নতিতে সবার আগে ভারত, ৩ বছরে ৬.৭ শতাংশ হারে GDP বৃদ্ধির পূর্বাভাষ বিশ্ব ব্যাঙ্কের]

তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অন্ধ্রের উন্নতির নেপথ্যে অনেকে কারিগর হিসাবে দেখেন চন্দ্রবাবু নায়ডুকে (Chandrababu Naidu)। নায়ডুও নিজেকে যতটা না মুখ্যমন্ত্রী ভাবতে পছন্দ করেন, তার চেয়েও বেশি ‘সিইও’ হিসাবে বর্ণনা করতে পছন্দ করেন। সূত্রের খবর মুখ্যমন্ত্রী পদে বসেই বিজয়ওয়াড়াকে অন্ধ্রের রাজধানী হিসাবে সাজিয়ে তুলতে উদ্যোগ নেবেন তিনি। সেজন্য কেন্দ্রের থেকে বাড়তি অর্থও নাকি জোগাড় করে ফেলেছেন তিনি।

[আরও পড়ুন: চলতি মাসেই নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন, দিনক্ষণ ঘোষণা কেন্দ্রের]

এদিন চন্দ্রবাবুর সঙ্গে সুপারস্টার পবন কল্যাণের (Pawan Kalyan) শপথ নেওয়াটা তাৎপর্যপূর্ণ। সূত্রের দাবি, পবন কল্যাণকে নাকি উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া হয়েছে। অন্ধ্রের নিরিখে পবনের দল ছোট হলেও সার্বিকভাবে এনডিএর যোগে তাঁর বিরাট ভূমিকা ছিল। যদিও শেষপর্যন্ত পবন কল্যাণ অন্ধ্রের মুখ্যমন্ত্রী হবেন নাকি সাধারণ মন্ত্রী হিসাবে কাজ করবেন সেটা এখনও স্পষ্ট নয়। ২১ বিধায়ক বিশিষ্ট জন সেনাকে মোট ৩টি পূর্ণমন্ত্রীর পদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চন্দ্রবাবু। বিজেপিকে দেওয়া হচ্ছে একটি পূর্ণমন্ত্রীর পদ। চন্দ্রবাবুর ছেলে নর লোকেশ এবার বিধানসভা ভোটে বাবাকে জেতাতে বড় ভূমিকা নিয়েছেন। তাঁকেও বড় মন্ত্রক দেওয়া হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement