Advertisement
Advertisement
Chandrababu Naidu

মার্কিন সেকেন্ড লেডির আসনে প্রথম ভারতীয় বংশোদ্ভূত উষা, ‘ভূমিকন্যা’র জন্য গর্বিত চন্দ্রবাবু

উষার পূর্বপুরুষ অন্ধ্রের গোদাবরী টাউনের টানুকুর বাসিন্দা ছিলেন।

Chandrababu Naidu proud of first India origin second lady of US
Published by: Anwesha Adhikary
  • Posted:November 7, 2024 4:39 pm
  • Updated:November 7, 2024 4:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে আমেরিকার সেকেন্ড লেডি হতে চলেছেন উষা ভ্যান্স। তাঁকে আবেগঘন শুভেচ্ছা জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। উল্লেখ্য, উষার পূর্বপুরুষ অন্ধ্রের বাসিন্দা ছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ করেই টিডিপি নেতার বার্তা, তেলুগু ঐতিহ্যের বাহক উষা আমেরিকার সেকেন্ড লেডি হচ্ছেন সেটা অত্যন্ত গর্বের ব্যাপার।

সদ্যসমাপ্ত মার্কিন নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট ছিলেন জেডি ভ্যান্স। নির্বাচনে জয়লাভ করে আগামী দিনে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন তিনি। জেডি ভ্যান্সের সঙ্গেই ইতিহাস গড়ে ফেলেছেন তাঁর স্ত্রী উষা। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে উষা বসতে চলেছেন আমেরিকার সেকেন্ড লেডির আসনে। উল্লেখ্য, এর আগে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়ার নজির গড়েছিলেন কমলা হ্যারিস।

Advertisement

নির্বাচনের প্রচারে গিয়ে একাধিকবার স্ত্রী উষার অবদানের কথা স্বীকার করেছেন জেডি ভ্যান্স। উল্লেখ্য, উষার পূর্বপুরুষ অন্ধ্রের গোদাবরী টাউনের টানুকুর বাসিন্দা ছিলেন। প্রায় ৫০ বছর আগে ভারত ছেড়ে তাঁরা পাকাপাকিভাবে আমেরিকায় বসবাস শুরু করেন। ইয়েল ল স্কুলে পড়াশোনা করতে গিয়ে জেডির সঙ্গে উষার আলাপ। ২০১৪ সালে খাঁটি ভারতীয় কায়দায় গাঁটছড়া বাঁধেন তাঁরা। ১০ বছর পরে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে আমেরিকার সেকেন্ড লেডি হচ্ছেন উষা।

তেলুগু সংস্কৃতির সন্তান উষার এই সাফল্যে উচ্ছ্বসিত অন্ধ্রের মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে চন্দ্রবাবু লেখেন, “ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য জেডি ভ্যান্সকে অভিনন্দন। তেলুগু ঐতিহ্যের প্রথম মহিলা হিসাবে আমেরিকার সেকেন্ড লেডি হচ্ছেন উষা, সেটা গোটা বিশ্বের সকল তেলুগু মানুষের কাছেই খুব গর্বের।” আগামী দিনে ভূমিকন্যা উষা এবং জেডি ভ্যান্সকে অন্ধ্রপ্রদেশে আমন্ত্রণ জানানোরও ইচ্ছা প্রকাশ করেছেন চন্দ্রবাবু নায়ডু।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement