Advertisement
Advertisement

Breaking News

Chandrababu Naidu

প্রায় গা ছুঁয়ে দ্রুতগতিতে ছুটে গেল ট্রেন! বড়সড় দুর্ঘটনার মুখে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী

বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে গিয়ে বড়সড় বিপদের মুখে চন্দ্রবাবু নায়ডু।

Chandrababu Naidu escapes accident in Andhra Pradesh

ছবি: সংগৃহীত।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 6, 2024 1:33 pm
  • Updated:September 6, 2024 1:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য প্রাণে বাঁচলেন চন্দ্রবাবু নায়ডু। চলন্ত ট্রেনের ধাক্কা কোনওক্রমে এড়ালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে গিয়ে বড়সড় বিপদের মুখে পড়েন তিনি। তবে শেষ পর্যন্ত কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে গোটা ঘটনার শিউরে ওঠা ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

ঘূর্ণিঝড় আসনার জেরে তৈরি হওয়া নিম্নচাপে টানা বৃষ্টিতে ভাসছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে দুই রাজ্যে। জলের নিচে চলে গিয়েছে একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে বেশ কয়েকটি বন্যা দুর্গত এলাকায় পৌঁছে যান চন্দ্রবাবু নায়ডু। গত পাঁচদিন ধরেই বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।

Advertisement

[আরও পড়ুন: গণেশ চতুর্থীতে বিশেষ অর্ঘ্য, লালবাগচা রাজাকে ২০ কেজি সোনার মুকুট অনন্তর

তার মধ্যেই বিপত্তি ঘটে বৃহস্পতিবার। বিকেলবেলা তিনি হাঁটছিলেন মধুরা নগর রেলওয়ে সেতু ধরে। সেখান থেকেই দুর্গত এলাকা দেখছিলেন। সেই সময়েই সেতুর রেলওয়ে ট্র্যাকে দ্রুত গতিতে চলে আসে একটি ট্রেন। সঙ্গে সঙ্গে চন্দ্রবাবুকে টেনে পিছনের দিকে সরিয়ে নেন এক নিরাপত্তারক্ষী। মুখ্যমন্ত্রীর মাত্র কয়েক ইঞ্চি দূর থেকে বেরিয়ে যায় ট্রেনটি।

গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তার পর থেকেই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। যদিও ওই সেতুটি কেবলমাত্র ট্রেন চলাচলের জন্যই তৈরি করা হয়েছে। ট্র্যাকের পাশ দিয়ে পথচারীদের হেঁটে যাওয়ার জায়গা একেবারেই নেই। কিন্তু প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী নিজে যখন ওই সেতুতে পায়ে হেঁটে বন্যা পরিদর্শন করছেন তাহলে সেই সময়ে কেন ওই ট্র্যাক ধরে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হল? উল্লেখ্য, হাঁটু জলে নেমে গত পাঁচ দিন ধরে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে দেখা গিয়েছে চন্দ্রবাবু নায়ডুকে। এই ঘটনার পরেও তিনি বেশ কিছু এলাকা ঘুরে দেখেন।

[আরও পড়ুন: গণধর্ষণ নয়? আর জি করে ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয় রায় একাই! দাবি সিবিআই সূত্রের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement