Advertisement
Advertisement

গৃহবন্দি অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু, জগন সরকারের বিরুদ্ধে বিক্ষোভে টিডিপি

গৃহবন্দি করা হয়েছে চন্দ্রবাবুর ছেলে নাড়া লোকেশ-সহ একাধিক টিডিপি নেতাকেও৷

Chandrababu Naidu, and several TDP leaders under house arrest
Published by: Tanujit Das
  • Posted:September 11, 2019 12:26 pm
  • Updated:September 11, 2019 12:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাসকদল ওয়াইএসআরসিপি-র বিরুদ্ধে গণতন্ত্র হরণের অভিযোগ তুলে বুধবার বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল অন্ধ্রপ্রদেশের বিরোধী দল তেলুগু দেশম পার্টি৷ ‘চালো আত্মাকুর’ নামের ওই বিক্ষোভ মিছিল রুখতে অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, তাঁর ছেলে নাড়া লোকেশ-সহ একাধিক টিডিপি নেতাকে গৃহবন্দি করল জগনমোহন রেড্ডি সরকার৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ৷

[ আরও পড়ুন: সংঘর্ষে উত্তাল উপত্যকা, কাশ্মীরে নিকেশ শীর্ষ লস্কর কমান্ডার ]

Advertisement

জানা গিয়েছে, অন্ধ্রের পালনাডুতে ৮ টিডিপি কর্মীকে খুনের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বুধবার ‘চালো আত্মাকুর’ নামের ওই বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করে টিডিপি৷ তবে এই মিছিল থেকে উত্তেজনার আশঙ্কা করে রাজ্য সরকার৷ সেই কারণে, মিছিল শুরুর আগেই গ্রেপ্তারির রাস্তায় হাঁটে প্রশাসন৷ বুধবার সকালেই গৃহবন্দি করা হয় চন্দ্রবাবু নায়ডু, তাঁর ছেলে নাড়া লোকেশকে৷ তালিকায় নাম রয়েছে টিডিপি নেতা দেবীনেই অবিনাশ, কেশিনাই নানি ও ভূমা অখিলপ্রিয়ারও। এছাড়া
নারাসারাওপেটা, সাত্তেনাপালে, পালান্ডু, গুরাজালা-সহ একাধিক জেলায় জারি হয়েছে ১৪৪ ধারাও। ইতিমধ্যে এই গ্রেপ্তারির প্রতিবাদে ১২ ঘণ্টার অনশনে বসেছেন চন্দ্রবাবু নায়ডু৷ জগন সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘‘আজকের দিনটি গণতন্ত্রের ইতিহাসে অন্যতম কালো দিন৷’’

[ আরও পড়ুন: ট্রাফিক আইন ভাঙার শাস্তি, ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা ট্রাক মালিককে ]

গত ২৩ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় সংঘর্ষে জড়িয়েছে ওয়াইএসআরসিপি ও টিডিপি কর্মী, সমর্থকরা৷ বারবার শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু৷ জগন সরকারের বিরুদ্ধে সুর চড়ান তিনি৷ এই সমস্ত ঘটনার প্রতিবাদেই বুধবার বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল টিডিপি৷ যা বন্ধের জন্য টিডিপি নেতাদের গৃহবন্দি করলেন জগনমোহন রেড্ডি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement