সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংক জালিয়াতির দায় নিয়ে অবশেষে পদত্যাগ করলেন ICICI ব্যাংকের প্রধান চন্দা কোচার৷ আজ, বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে নিজের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন চন্দা৷ তাঁর ছেড়ে যাওয়া পদে বসছেন সন্দীপ বক্সি৷ সাধারণ একজন ব্যাংক কর্মী হয়ে ICICI নিজের কেরিয়ার শুরু করলেও দিনে দিনে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠেছিলেন শীর্ষ পদে৷ দীর্ঘ সময় ধরে ICICI ব্যাংকের প্রধানের পদে বসে পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি৷ পিএনবি কেলেঙ্কারির পর ICICI ব্যাংকের জালিয়াতি খবর প্রকাশ্যে আসে৷
আত্মীয়কে নিজের প্রভাব খাটিয়ে গীতাঞ্জলি গ্রুপকে ঋণের পাইয়ে দেওয়ার অভিযোগে চন্দা কোচারকে ডেকে পাঠায় মুম্বইয়ের দুর্নীতিদমন শাখা৷ সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসে হাজিরা দেন তিনি৷ এই ঘটনায় ব্যাংকের ভাবমূর্তি খর্ব হওয়ায় বাকি ডিরেক্টরদের মধ্যেও বাদানুবাদ শুরু হয় বলে সূত্রের খবর৷ ব্যাংকের শীর্ষ-পদে বসে কেন তিনি তাঁর স্বামী ও আত্মীয়দের মোটা টাকার ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করিয়ে দেন তা নিয়েও উঠছে প্রশ্ন৷ আইসিআইসিআই ব্যাংকের সিএমডি চন্দা কোচার তাঁর স্বামী দীপক কোচারের বিরুদ্ধে ইতিমধ্যেই লুক আউট সার্কুলার জারি করা হয়েছে৷
[কাঠুয়া কাণ্ডের ছায়া, মন্দিরেই পুরোহিতদের হাতে গণধর্ষিতা শিশুকন্যা]
সংবাদ সংস্থা সূত্রে খবর, গত ছয় বছরে চন্দা কোচারের দেওর রাজীব কোচারের সংস্থা অবিস্তা অ্যাডভাইসরিকে দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশি সাতটি সংস্থাকে দেওয়া ১.৭ বিলিয়ন ডলারের ঋণ পুনর্গঠন করার৷ অভিযোগ, ভিডিওকনকে ৩২৫০ কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয় চন্দা কোচারের মাধ্যমেই৷ ২০১০ সালে ৬৪ কোটি টাকা দিয়ে নিউপাওয়ার রিনিওবেলস প্রাইভেট লিমিটেড নামে সংস্থা গড়েন দীপক কোচার এবং তাঁর দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে৷ ওই সংস্থাকেও বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে চন্দার বিরুদ্ধে৷ লাগাতার একের পর এক দুর্নীতির খবরে ICICI ব্যাংকের শেয়ারেও পতন দেখা দেয়৷ কিন্তু, চন্দার পদ ছাড়ার খবরে চাঙ্গা হয়ে ওঠে শেয়ার বাজার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.