সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোন হ্যাকের যে অভিযোগ তুলে ফের একজোট হচ্ছে ইন্ডিয়া জোট, সেই অভিযোগকে সমূলে বিনাশ করতে আসরে কেন্দ্র। মহুয়া মৈত্র (Mahua Moitra), শশী থারুরদের ফোন হ্যাকের অভিযোগ নিয়ে এবার তদন্তের নির্দেশ দিয়ে দিলে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। হ্যাকিং কাণ্ডে এবার তদন্ত করবে কেন্দ্রের সাইবার প্রতারণা প্রতিরোধ সংস্থা CERT-in। সূত্রের দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
বস্তুত, মঙ্গলবার বিরোধী নেতা এবং একাধিক সাংসদের আই ফোনে অ্যাপেলের তরফে বার্তা পাঠানো হয়, রাষ্ট্রের মদতে আপনার ফোন হ্যাক করার চেষ্টা হছে। এই অভিযোগ প্রথম করেন তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র। সোশাল মিডিয়ায় মহুয়া লেখেন, ‘অ্যাপেল থেকে আমার কাছে একটি নোটিফিকেশন এসেছে। সেখানেই সাফ বলা হয়, রাষ্ট্রের মদতপুষ্ট সংস্থাগুলো আমার আইফোন হ্যাক করার চেষ্টা করছে।” পরে জানা যায়, এই তালিকায় নাম রয়েছে রাহুল গান্ধী (Rahul Gandhi), অখিলেশ যাদব, রাঘব চাড্ডা, শশী থারুর, সীতারাম ইয়েচুরি, প্রিয়াঙ্কা চতুর্বেদীদেরও।
অভিযোগ প্রকাশ্যে আসতেই দেশজুড়ে একযোগে সরব হওয়া শুরু করেন বিরোধীরা। কার্যত বাধ্য হয়ে আসরে নামতে হয় কেন্দ্রকে। দুই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজীব চন্দ্রশেখর জানিয়ে দেন, অ্যাপেলের বিরুদ্ধে তদন্ত করা হবে। কেন এই ধরনের বার্তা পাঠানো হচ্ছে জানতে চাওয়া হবে। তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটির বিরোধী সদস্যরাও অ্যাপেল কর্তাদের তলব করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান। কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ বিরোধী দলের সাংসদরা দাবি তুলেছেন, এ নিয়ে তথ্য-প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হোক।
তার পরই তদন্তের নির্দেশ কেন্দ্রের। সূত্রের খবর, CERT-in-কে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করে কয়েক সপ্তাহের মধ্যেই রিপোর্ট দেওয়া হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.