Advertisement
Advertisement

Breaking News

RG Kar horror

‘কর্মবিরতি প্রত্যাহার করুন’, চিকিৎসকদের আর্জি কেন্দ্রের, গড়া হচ্ছে কমিটি

কেন্দ্র জানিয়েছে, ইতিমধ্যেই ২৬টি রাজ্য চিকিৎসকদের নিরাপত্তার জন্য কড়া আইন এনেছে। কেন্দ্রীয় স্তরে কী কী পদক্ষেপ করা যায় সেটা ভেবে দেখতে কমিটি গড়া হচ্ছে।

Centre's appeal to doctors amid nationwide protests over RG Kar horror
Published by: Subhajit Mandal
  • Posted:August 17, 2024 7:59 pm
  • Updated:August 17, 2024 7:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসাকর্মী ও চিকিৎসকদের নিরাপত্তা এবং আর জি কর কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে কর্মবিরতিতে চিকিৎসকরা। দোষীদের শাস্তির দাবিতে শনিবার সারা দেশে কর্মবিরতি পালন করছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। ফলে দেশের মোট ৫৫ হাজার হাসপাতালে চিকিৎসা পরিষেবা কার্যত থমকে। এই পরিস্থিতিতে আসরে নামল কেন্দ্র।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে চিকিৎসক সংগঠনগুলির কাছে আর্জি জানানো হয়েছে, আপনারা দ্রুত কাজে ফিরুন। চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কেন্দ্র যথেষ্ট সংবেদনশীল। চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে কী কী করণীয়, সেই নিয়ে পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হবে।

Advertisement

[আরও পড়ুন: ২ বছরে ভাঙল ৩ বার, নীতীশের ‘সাধের’ সেতু যেন সুকুমারের ‘বুড়ির বাড়ি’]

কেন্দ্র জানিয়েছে, ইতিমধ্যেই ২৬টি রাজ্য চিকিৎসকদের নিরাপত্তার জন্য কড়া আইন এনেছে। কেন্দ্রীয় স্তরে কী কী পদক্ষেপ করা যায় সেটা ভেবে দেখতে কমিটি গড়া হচ্ছে। সেই কমিটিতে নিজেদের মতামত দিতে পারবেন চিকিৎসকরাও। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদেরও ডাকা হবে মতামত দিতে। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা চিকিৎসকদের সংগঠনগুলির সঙ্গে কথা বলেছি। আশ্বস্ত করা হয়েছে, আমরা চিকিৎসার সঙ্গে যুক্ত সকলের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

[আরও পড়ুন: ওষুধের বাক্সে তেজস্ক্রিয় পদার্থ! আতঙ্ক লখনউ বিমানবন্দরে]

উল্লেখ্য, আইএমএর তরফে মোট পাঁচটি দাবিতে শনিবার কর্মবিরতির ডাক দেওয়া হয়। যার সারবত্তা হল, চিকিৎসাকর্মীদের নিরাপত্তায় সময়োপযোগী এবং কঠোর আইন চালু করতে হবে। কেন্দ্র আইএমএর সেই দাবিতে আমল করার প্রতিশ্রুতি দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement