ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের আগে করোনা (Coronavirus) পরিস্থিতি যতটা ভাল হওয়ার কথা ছিল, বেশ কয়েকটি রাজ্যে ততটা আশানুরূপ হয়নি। এবার তেমনই ৫টি রাজ্যকে চিহ্নিত করে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে পরিদর্শনে পাঠানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার। এই ৫ রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও (West Bengal)। এখানেও গত ২৪ ঘণ্টার করোনা গ্রাফ উদ্বেগ বাড়িয়েছে। দৈনিক সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি কমেছে করোনাজয়ীর সংখ্যা, যা চিন্তার ভাঁজ ফেলেছে এখানকার স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিনিধিরা ফের পরিদর্শনে আসছেন বলে খবর। তবে কবে বঙ্গে আসছেন, তার চূড়ান্ত দিনক্ষণ এখনও স্থির হয়নি।
মার্চ থেকে দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজ্যের মহামারী পরিস্থিতি দেখতে বিশেষজ্ঞ দল (Cantral team) পাঠিয়েছিল কেন্দ্র। এ রাজ্যেও বেশ কয়েকবার ঘুরে গিয়েছেন তাঁরা। প্রথমদিকে রাজ্যের করোনা মোকাবিলা পদ্ধতিতে খুব সন্তোষজনক রিপোর্ট না দিলেও, পরবর্তী সময়ে তাঁরা বেলেঘাটা আইডি হাসপাতালে পরিকাঠামো এবং চিকিৎসা পদ্ধতি দেখে বেশ প্রশংসাই করেছেন। আবারও তাঁরা আসতে চলেছেন রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে। বৃহস্পতিবার এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ওইদিনই চারটি দলকে পাঠানো হয়েছে হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মণিপুরে। বাংলা বাদেও কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানো হতে পারে দিল্লি, মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্যে, যেখানে দৈনিক সংক্রমণের হার অনেকটাই বেশি।
এদিকে, মহারাষ্ট্রে সম্প্রতি করোনা সংক্রমণ ফের উদ্বেগজনক হারে মাথাচাড়া দিয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত সেখানকার সমস্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতেও উত্তোরত্তর সংক্রমণ বাড়ছে। তাই কেন্দ্রীয় প্রতিনিধিদের নজরে রয়েছে রাজধানীও। শীতের মরশুম পুরোপুরি শুরুর আগে দুই শহরের করোনা পরিস্থিতির জেরে দিল্লি-মুম্বই ট্রেন চলাচলও বন্ধ হতে পারে। যদিও এ বিষয়ে মহারাষ্ট্র সরকার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.